ডার্ক মোড
Thursday, 20 March 2025
ePaper   
Logo
জয়পুরহাটে প্রাইভেট কার ও ব্যাটারি চালিত অটোভ্যানের সংঘর্ষ নিহত ২ আহত ২

জয়পুরহাটে প্রাইভেট কার ও ব্যাটারি চালিত অটোভ্যানের সংঘর্ষ নিহত ২ আহত ২

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের কালাইয়ে প্রাইভেট কার ও যাত্রীবাহী ব্যাটারি চালিত অটো ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন যাত্রী নিহত ও ভ্যানচালক গুরুতর আহত হয়।

বুধবার (১৯ মার্চ) বিকেলে জয়পুরহাট-বগুড়া মহসড়কে কালাই উপজেলার বাঁশের ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যাত্রীরা হলেন, কালাই উপজেলার ভূগোইল গ্রামের মৃত লোকমান হোসেনের ছেলে মোফাজ্জল হোসেন মন্ডল (৪০) ও একই গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে ইদ্রিস আলী (৬০) এবং আহতরা হলেন, ভূগোইল গ্রামের ভ্যান চালক নুরুল ইসলাম আকন্দ ও বুরাইল গ্রামের আশরাফ আলী।

বিষয়টি নিশ্চিত করে কালাই থানার ওসি জাহিদ হোসেন জানান, ভ্যানচালক নুরুল ইসলাম আকন্দ তাঁর ব্যাটারিচালিত ভ্যানে বাঁশের ব্রিজ এলাকা থেকে কিছু যাত্রী নিয়ে পুনট বাজারে যাবার পথে একটি দ্রুতগামী প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ভ্যানে থাকা দুজন যাত্রী নিহত ও ভ্যানচালকসহ দুজন আহত হয়।

এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন