ডার্ক মোড
Wednesday, 02 April 2025
ePaper   
Logo
গোপালগঞ্জ পৌর ঈদগাহের ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

গোপালগঞ্জ পৌর ঈদগাহের ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

 
গোলাম রব্বানী, গোপালগঞ্জ 
 
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ সোমবার (৩১ মার্চ) গোপালগঞ্জ পৌর ঈদগাহের ময়দানে সকাল ৮ টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদের জামাতে অংশ নিয়ে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান শুভেচ্ছা বক্তব্যে বলেন, দুরদুরান্ত থেকে যারা গোপালগঞ্জ প্রধান ঈদগাহে অনুষ্ঠিত জামাতে অংশ নিয়েছেন তাদের চলাচলের সুবিধার কথা চিন্তা করে গোপালগঞ্জের লাইফ লাইন বলে খ্যাত টেকেরহাট-ঘোনাপাড়া সড়ক উন্নয়ন কাজ দ্রুত গতিতে পরিচালনা করা হচ্ছে। আশা করছি সড়ক নির্মান কাজ যথাসময়ে শেষ হবে। 
 
নামাজ পূর্ব বক্তব্যে ঈদুল ফিতরের দিনেও ফিলিস্তিনের সাধারন মানুষকে অকাতরে হত্যা বন্ধের আহ্বান জানিয়ে জীবিত ও আহতদের ভোগান্তি নিরসনে বিশ্বশক্তিকে এগিয়ে আসার আহ্বান জানান গোপালগঞ্জ কোর্ট মসজিদের পেশ ইমাম ও ঈদের জামাতের ইমাম মুফতি মাওলানা হাফিজুর রহমান। 
 
ঈদের জামাতে অন্যদের মধ্যে অংশ নেন জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার এম রকিবুল হাসান, গোপালগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ আজহারুল ইসলাম, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাসেল মুন্সী, গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, গোপালগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা এইচ এম রকিবুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও সাংবাদিক মোহাম্মদ মাহমুদ কবির আলী, গণমাধ্যমকর্মী কে এম সাইফুর রহমান প্রমুখ। 
 
পরে ঈদের দুই রাকাত নফল নামাজ শেষে ফিলিস্তিনি জনগনের মুক্তি এবং দেশ ও জাতির সমৃদ্ধি ও মঙ্গল কামনাসহ বিশ্ব শান্তির জন্য দোয়া পরিচালনা করেন গোপালগঞ্জ কোর্ট মসজিদের পেশ ইমাম ও ঈদের জামাতের ইমাম মুফতি মাওলানা হাফিজুর রহমান। গোপালগঞ্জ পৌর ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতে প্রায় ১০ হাজার ধর্মপ্রাণ মুসল্লী অংশ নেন। সুষ্ঠুভাবে ঈদের জামাত আদায়ের লক্ষ্যে গোপালগঞ্জ পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বিশ্বজিৎ কুমার পালের সার্বিক তত্ত্বাবধানে জেলা পুলিশ সহ আইন-শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যগণ সার্বিক সহযোগিতা প্রদান করেন।
 
এছাড়াও গোপালগঞ্জের মুকসুদপুর, কাশিয়ানী, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলায় হাজারো মুসল্লিদের অংশগ্রহণে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
 
 
 
 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন