
কোটালীপাড়ায় ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দকে নিয়ে মানব পাচার প্রতিরোধে প্রশিক্ষণ দিল ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ
কোটালীপাড়া গোপালগঞ্জ প্রতিনিধি, সমীর রায়
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কলাবাড়ী ইউনিয়নের বিষ্ণুপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের হলরুমে আজ মঙ্গলবার দুপুর ৩টায় অনুষ্ঠিত হলো “মানব পাচার প্রতিরোধে সক্ষমতা বৃদ্ধি” শীর্ষক এক প্রশিক্ষণ কর্মসূচি।
ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ-এর ইপজিয়া (ইনসোর প্রটেকশন এন্ড জাস্টিস থ্রো ইন্ট্রিগেটেড এপরোচ) প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণে অংশগ্রহণ করেন ধর্মীয় নেতৃবৃন্দ, স্থানীয় সমাজের নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী এবং শিক্ষকবৃন্দ।প্রশিক্ষণ সঞ্চালনা করেন প্রকল্পের প্রোগ্রাম অফিসার জর্জ বেনেডিক্ট দাস।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিষ্ণুপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যাম গোপাল বিশ্বাস। মানব পাচারের ঝুঁকি, প্রতিরোধ কৌশল, আইনি সহায়তা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক ধর্মীয় নেতৃবৃন্দ, স্থানীয় সমাজের নেতৃবৃন্দ এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা বাস্তবভিত্তিক ধারণা লাভ করেন।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা বলেন, এ ধরনের উদ্যোগ সমাজকে মানব পাচারের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন