কপোতাক্ষ নদের চরে পড়েছিল বৃদ্ধার মরদেহ
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার তালা উপজেলার মাঝিয়াড়া শ্মশান এলাকার কপোতাক্ষ নদ থেকে রাবেয়া বেগম (৭০) নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২২ নভেম্বর) সকালে স্থানীয়রা নদের চরে মরদেহটি পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসে ।
নিহত বৃদ্ধা তালা উপজেলার কুমিরা গ্রামের সবুজ পল্লী এলাকার মৃত মোহাম্মদ আলীর স্ত্রী। গত মঙ্গলবার সকাল থপকে তিনি নিখোঁজ ছিলেন।
নিহতের ছেলে আব্দুর রহিম বলেন, গত মঙ্গলবার (১৯ নভেম্বর) বাসা থেকে হারিয়ে যায় তার মা রাবেয়া বেগম। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। এরপর সামজিক যোগাযোগ মাধ্যম, মাইকিংসহ আত্মীয়স্বজনদের বাসায় খোঁজ করে সন্ধ্যান মেলনি তার। শুক্রবার সকালে ফেসবুকে দেখি যে কপোতাক্ষ নদের ধারে একটি লাশ ভাসমান অবস্থায় রয়েছে তাই ঘটনাস্থলে এসে দেখি মায়ের লাশ।
তিনি আরও বলেন, মায়ের মুখমন্ডল দেখে চেনার উপায় নেই শরীর ও ফুলে গেছে। তবে মায়ের কাছে থাকা ঘরের চাবি, হাতে রবারের চুড়ি আর কোমরে থাকা লাল ব্যাগ দেখে নিশ্চিত হয়েছি ।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান জানান, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে বিস্তারিত পরে জানানো হবে।