বেতাগীতে আত্তা-ওহীদ ইসলামিক পাঠাগার উদ্বোধন
বেতাগী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার বেতাগীতে আত্- তাওহীদ নামে একটি ইসলামিক পাঠাগারের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
শুক্রবার (২২ নভেম্বর) দুপুর ১২ টায় উপজেলার পৌর এলাকায় পাঠাগারের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমদ।
প্রতিষ্ঠানের সভাপতি রাসেল বিশ্বাসের সভাপতিত্বে পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতাগী থানার অফিসার ইনচার্জ মো: একরামুল হক। প্রধান আলোচক ছিলেন বেতাগী মডেল মসজিদের খতিব ও ঈমাম হাফেজ মাওলানা আতিকুর রহমান, অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ গ্রহন করেন, বেতাগী থানার তদন্ত কর্মকর্তা মো: ফারুক হোসেন, বেতাগী প্রেসক্লাবের সভাপতি সাইদুল ইসলাম মন্টু, উপজেলা জামায়াতের সেক্রেটারি প্রভাষক শাহাদাত হোসেন, পাঠাগারের সহ-সভাপতি সুমন রেজা আ: বীন মালেক, সাংগঠনিক সম্পাদক মোস্তাকীম বীনআজহার সহ অন্যান্যরা।
এসময় আলোচনায় বক্তারা বলেন, জ্ঞানার্জনের জন্য পাঠাগার হচ্ছে মুসলিমদের ঐতিহ্য ও ইসলামী সভ্যতার একটি অবিচ্ছেদ্য অঙ্গ। মানুষ যাতে সহজেই কুরআন-হাদিস, ইসলামী বইপুস্তক ও পত্রপত্রিকা সংগ্রহ করে জ্ঞানার্জন করতে পারে সে কারণে এ পাঠাগার প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। মুসলমানরা শুধু আধ্যাত্মিকতার প্রোজ্জ্বল আলোয় উদ্ভাসিত একটি মানবগোষ্ঠী হয়েই আত্মপ্রকাশ করেনি, সঙ্গে সঙ্গে কল্যাণকর জাগতিক বিষয়েও অসামান্য অবদান রেখেছে।
এসময় পাঠাগারের উন্নয়নে ইউএনও‘র পক্ষ থেকে ৫ হাজার টাকার আর্থিক আনুদান প্রদান ও দোয়ানুষ্ঠানে দেশ,জাতী ও মুসলিম উম্মাহর কল্যান, উন্নতি এবং অগ্রগতি কামনার মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের শেষ করা হয়।