
আলীকদমে জীপ গাড়ি খাদে পড়ে নিহত ১, আহত ২৩
সোহেল কান্তি নাথ, বান্দরবান
বান্দরবানের আলীকদম উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি জীপ গাড়ি খাদে পড়ে তনয়া ম্রো (২৬) নামে একজন নিহত হয়েছে , এই ঘটনায় আহত হয়েছে নারী-শিশুসহ অন্তত ২৩ জন যাত্রী। শুক্রবার (১৬ মে) সকাল ১০টার দিকে বান্দরবানের আলীকদম উপজেলায় দুর্গম কলারঝিড়ি ত্রিপুরা পাড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত তনয়া ম্রো লামা উপজেলার রুপসী পাড়া ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড এর থংপং পাড়ার বাসিন্দা এবং ক্রালাই ম্রো
এর ছেলে। আহতদের বাড়ি আলীকদমের ডিম পাহাড় ও থানচি উপজেলার বিভিন্ন গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বান্দরবানের থানচি উপজেলার ডিম পাহাড় এলাকার থংপং পাড়া থেকে একটি জিপ গাড়ী করে ২৪জন যাত্রী আলীকদম বেড়াতে যাচ্ছিল। গাড়িটি আলীকদমের দূর্গম কলারঝিড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। সময় ঘটনাস্থলেই তনয়া ম্রো
নিহত হন এবং ২৩জন যাত্রী গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়দের সহযোহিতায় ফায়ার সার্ভিসের সদস্যরা নিহত ও আহতদের উদ্ধার করে আলীকদম উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এ বিষয়ে আলীকদম স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক হোসাইনুর রশিদ জানান, সকাল সাড়ে ১০টার দিকে ২৩ জন আহত রোগীকে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়, তাদের মধ্যে ১২জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। গুরুতর আহত ১১জনকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা জহির উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে এবং আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন