Dark Mode
Monday, 23 December 2024
ePaper   
Logo
ঢাকায় নিযুক্ত জাপানের বিদায়ী রাষ্ট্রদূত: এ অঞ্চলের স্বার্থে বাংলাদেশ-ভারত আস্থা ও বোঝাপড়া দরকার

ঢাকায় নিযুক্ত জাপানের বিদায়ী রাষ্ট্রদূত: এ অঞ্চলের স্বার্থে বাংলাদেশ-ভারত আস্থা ও বোঝাপড়া দরকার

নিজস্ব প্রতিবেদক

এ অঞ্চলের কানেক্টিভিটি জোরদারে বাংলাদেশ-ভারতের মধ্যে পারস্পরিক আস্থা ও বোঝাপড়া জরুরি ব‌লে অভিমত ব্যক্ত ক‌রে‌ছেন ঢাকায় নিযুক্ত জাপানের বিদায়ী রাষ্ট্রদূত আইওয়ামা কিমিনিরো।

রোববার (২২ ডিসেম্বর) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) আয়োজিত এক সেমিনারে এ মত ব্যক্ত ক‌রেন রাষ্ট্রদূত।

রাষ্ট্রদূত বলেন, কানেক্টিভিটি জোরদারে বাংলাদেশ-ভারতের মধ্যে পারস্পরিক আস্থা ও বোঝাপড়া থাকা দরকার। এটি এই অঞ্চলের স্বা‌র্থে দরকার। সম্প্রতি বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র স‌চিব পর্যা‌য়ে বৈঠক হ‌য়ে‌ছে। এটি ভা‌লো উদ্যোগ। রাষ্ট্রদূত এ অঞ্চ‌লের কা‌নে‌ক্টি‌ভি‌টির প্রয়োজনীয়তায় মাতারবা‌ড়ি প্রক‌ল্পের গুরুত্ব তু‌লে ধরেন।

বঙ্গোপসাগর অঞ্চলে পুনরায় সংযোগ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে বিআইআইএসএস ও ইন্সটিটিউট অব ডেভেলপিং ইকোনমিক্স (আইডিই-জেট্রো)। এতে প্রধান অতিথি ছি‌লেন অন্তর্বর্তীকালীন সরকা‌রের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

তৌ‌হিদ হো‌সেন ব‌লেন, বঙ্গোপসাগর এই অঞ্চলের সহযোগিতা ও প্রতিযোগিতার কেন্দ্রবিন্দু। এটা যেন সহযোগিতার কেন্দ্রে পরিণত হয় আমরা সেই চেষ্টা করছি। ত‌বে আমরা এটাকে কেন্দ্র ক‌রে যেন কোনো দ্বন্দ্ব সংঘাত না হয় সেটাই চাওয়া।

উপদেষ্টা বলেন, বঙ্গোপসাগর অঞ্চল অর্থনীতি ও ভূ-কৌশলগত কারণে কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এ কারণে আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবে বঙ্গোপসাগর এলাকা বড় বড় শক্তির নজর পড়েছে। এটা এখন সহযোগিতা ও প্রতিযোগিতার কেন্দ্রবিন্দু।

তৌ‌হিদ হো‌সেন রো‌হিঙ্গা প্রস‌ঙ্গে ব‌লেন, সাত বছরের বেশি সময় রোহিঙ্গারা বাংলাদেশে অবস্থান করছে। রোহিঙ্গাদের অধিকারসহ নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে না পারলে এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠিত হবে না। নিরাপদ ও সমৃদ্ধ বঙ্গোপসাগর এলাকা গড়ে তোলার জন্য স্থিতিশীলতা দরকার। এ জন্য রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সব অংশীজনের সহযোগিতা চাই।

সেমিনারে স্বাগত বক্তব্য দেন বিআইআইএসএস-এর চেয়ারম্যান রাষ্ট্রদূত এ এফএম গাওসুল আজম সরকার ও মহাপরিচালক মেজর জেনারেল ইফতেখার আনিস।

Comment / Reply From

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!