
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ ব্যাটালিয়ন) কতৃক কোটি টাকার ভারতীয় মালামাল আটক
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) কর্তৃক ০১টি স্টিল বডি নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় ফুসকা, সিরামিক কাপ, পিরিচ, জিলেট ব্লেড এবং বাসমতি চাল আটক করা হয়েছে।
১৯ জুলাই ২০২৫ তারিখ আনুমানিক ১১৩০ ঘটিকায় সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) কর্তৃক ব্যাটালিয়ন সদরের দক্ষিণ-পশ্চিম দিকে সাচনা জামালগঞ্জ রক্তি নদীর নেয়ামতপুর ব্রীজ সংলগ্ন এলাকা হতে সেনাবাহিনী এবং বিজিবির একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করে মালিকবিহীন ০১টি স্টিল বডি নৌকাসহ ১২৩২৩ কেজি ভারতীয় ফুসকা, ১৬৯ পিস সিরামিক কাপ, ২৫৬ পিস সিরামিক পিরিচ, ৪৬৮ পিস কাচের গ্লাস, ২১০০০০ পিস জিলেট ব্লেড এবং ৬০০ কেজি বাসমতি চাল আটক করে। আটককৃত স্টিল বডি নৌকা-০১টি যার আনুমানিক মূল্য-৬০,০০,০০০/- (ষাট লক্ষ) টাকা, ভারতীয় ফুসকা-১২৩২৩ কেজি যার আনুমানিক মুল্য-৩০,৮০,৭৫০/- (ত্রিশ লক্ষ আশি হাজার সাতশত পঞ্চাশ) টাকা, সিরামিক কাপ-১৬৯ পিস যার আনুমানিক মূল্য-৪২,২৫০/- (বিয়াল্লিশ হাজার দুইশত পঞ্চাশ) টাকা, সিরামিক পিরিচ-২৫৬ পিস যার আনুমানিক মূল্য-২৫,৬০০/- (পঁচিশ হাজার ছয়শত) টাকা, কাচের গ্লাস-৪৬৮ পিস যার আনুমানিক মূল্য-১,১৭,০০০/- (এক লক্ষ সতেরো হাজার) টাকা, জিলেট ব্লেড-২১০০০০ পিস যার আনুমানিক মূল্য-১০,৫০,০০০/- (দশ লক্ষ পঞ্চাশ হাজার) টাকা এবং বাসমতি চাল-৬০০ কেজি যার আনুমানিক মূল্য-২,৪০,০০০/- (দুই লক্ষ চল্লিশ হাজার) টাকা। *যার সর্বমোট আনুমানিক সিজার মূল্য-১,০৫,৫৫,৬০০/- (এক কোটি পাঁচ লক্ষ পঞ্চান্ন হাজার ছয়শত) টাকা। উক্ত অভিযানে বিএ-১২২২১ লে: তালহা জোবায়ের, শান্তিগঞ্জ আর্মি ক্যাম্প এর সাথে ১০ জন এবং বিজিডিও-৩১৫ সহকারী পরিচালক মো: রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) সাথে ১৪ জন বিজিবি সদস্যসহ সর্বমোট ২৪ জন অংশগ্রহন করেন।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত স্টিল বডি নৌকাসহ ভারতীয় ফুসকা, সিরামিক কাপ, পিরিচ, কাচের গ্লাস, জিলেট ব্লেড এবং বাসমতি চাল শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন