ডার্ক মোড
Monday, 21 July 2025
ePaper   
Logo
বাউফলে বিএনপির বিক্ষোভ মিছিল

বাউফলে বিএনপির বিক্ষোভ মিছিল

বাউফল ( পটুয়াখালী)প্রতিনিধি
 
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ধারাবাহিক ষড়যন্ত্র, মিথ্যাচার ও অপপ্রচার সহ সারাদেশে মব তৈরীর অপচেষ্টা এবং নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পটুয়াখালীর বাউফল উপজেলা, পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।
রবিবার(২০ জুলাই)সকাল ১১টায় বাউফল উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে হাসপাতাল রোডস্থ বিএনপি কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে একই স্থানে এসে শেষ হয়। 
মিছিল শেষে সমাবেশে বত্তব্য রাখেন, সাবেক উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, বিএনপির সদস্য সেলিম সিকদার, সাবেক যুগ্ম আহবায়ক অলিয়ার রহমান, শ্রমিকদলের আহবায়ক হাসান মাহমুদ মঞ্জু ও সাবেক উপজেলা যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন