
পাহাড়ি ঢলে চুনারুঘাটে ভেসে গেলো সাঁকো
ফারুক মাহমুদ ,চুনারুঘাট (হবিগঞ্জ)
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশী-গরমছড়ি সড়কে ছড়ার ওপর নির্মিত কাঠের সাঁকোটি পাহাড়ি ঢলের পানিতে ভেসে গেছে।
রোববার (২০ জুলাই) সকালে এ ঘটনা ঘটে। সাঁকোটি ভেসে যেতে দেখলে স্থানীয়রা সেটিকে একটি গাছের সঙ্গে বেঁধে রাখেন।
স্থানীয় বাসিন্দারা জানান, এই সাঁকো দিয়েই প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করেন।
দীর্ঘদিন ধরে এলাকাবাসী একটি স্থায়ী সেতুর দাবি জানিয়ে আসলেও তা বাস্তবায়ন হয়নি। কাঠের এই সাঁকোটিই ছিল তাদের একমাত্র ভরসা।
এটি ভেসে যাওয়ায় বিদ্যালয়গামী শিক্ষার্থীসহ স্থানীয়রা চরম ভোগান্তিতে পড়েছেন।
তারা দ্রুত অস্থায়ী সাঁকোটি মেরামত ও একটি স্থায়ী সেতু নির্মাণের দাবি জানিয়েছেন।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন