
শাকসু নির্বাচনের লক্ষ্যে শাবিপ্রবিতে অধ্যাদেশ প্রণয়নে কমিটি গঠন
শাবিপ্রবি প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের লক্ষ্যে অধ্যাদেশ পুনঃপ্রণয়নের জন্য সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (২১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কালাম আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।
কমিটিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক এছাক মিয়াকে আহ্বায়ক করা হয়েছে। অন্য সদস্যরা হলেন-প্রক্টর মোখলেসুর রহমান, ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক নজরুল ইসলাম, পেট্রোলিয়াম ও খনি প্রকৌশল বিভাগের অধ্যাপক শফিকুল ইসলাম, গণিত বিভাগের অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক জামাল উদ্দিন, অর্থনীতি বিভাগের অধ্যাপক সাবিহা আফরিন এবং অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন) আ ফ ম মিফতাউল হক।
এর আগে ৮ জুলাই শাকসুর নির্বাচনের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দেয় শিক্ষার্থীদের একটি দল। এবার অধ্যাদেশ পুনঃপ্রণয়নের মাধ্যমে শাকসু কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন