ডার্ক মোড
Monday, 14 July 2025
ePaper   
Logo
প্রেস কাউন্সিলের সদস্য হলেন ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলাম

প্রেস কাউন্সিলের সদস্য হলেন ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলাম

নিজস্ব প্রতিনিধি

বাংলাদেশ প্রেস কাউন্সিলের ২১তম কাউন্সিলের সদস্য মনোনীত হয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সচিব ড. মো. ফখরুল ইসলাম।

প্রেস কাউন্সিল অ্যাক্ট, ১৯৭৪-এর ৪(৩)(ডি) ধারা অনুযায়ী ২১তম কাউন্সিলের জন্য ইউজিসি প্রতিনিধি হিসেবে তাকে মনোনয়ন প্রদান করা হয়।

তিনি আগামী ২ বছরের জন্য বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রেস কাউন্সিলের সদস্য হিসেবে মনোনয়ন দেওয়ায় তিনি ইউজিসি কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ জানান। তিনি দেশের সাংবাদিকতার মানোন্নয়নে বাংলাদেশ প্রেস কাউন্সিল কর্তৃক গৃহীত বিভিন্ন সিদ্বান্ত গ্রহণ ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

উল্লেখ্য, ড. মো. ফখরুল ইসলাম কমিশনের যুগ্ম সচিব ও পরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগ থেকে মাস্টার্স, এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

এছাড়া, যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয় থেকে ইএলটির ওপর ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা ০৩ টি। তার উল্লেখযোগ্য সংখ্যক প্রবন্ধ খ্যাতনামা জার্নাল ও দৈনিক পত্রিকায় ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। তিনি এমটিসিপি (মালয়েশিয়া), নাফিক (নেদারল্যান্ডস), সিডা (সুইডেন), এসসিপি (সিংগাপুর) এবং এসডিসি ফেলোশিপের আওতায় উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন