ডার্ক মোড
Tuesday, 15 July 2025
ePaper   
Logo
সিলেটে চা দিতে দেরি করায় হোটেল শ্রমিক খুন

সিলেটে চা দিতে দেরি করায় হোটেল শ্রমিক খুন


সিলেট ব্যুরো

সিলেট নগরীতে চা দিতে দেরি করায় বাকবিতণ্ডার জেরে মো. দিনার আহমদ রুমন (২২) নামে এক হোটেল শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ হত্যাকান্ডের ঘটনায় জড়িত আব্বাস নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার সকালে সিলেট মহানগরীর কাজির বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রুমন দক্ষিণ সুমার জালালপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড সব্দলপুর গ্রামের তখলিছ মিয়ার ছেলে। তিনি ওই এলাকার একটি হোটেলে শ্রমিক হিসেবে কাজ করতেন।

পুলিশ জানায়, রোববার সকালে অভিযুক্ত আব্বাস চা পান করতে কাজির বাজারের মাছ বাজারসংলগ্ন একটি হোটেলে প্রবেশ করেন। চা পরিবেশনে দেরি হওয়ায় তিনি হোটেল শ্রমিক রুমনের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। পরে হোটেল মালিক ও আশপাশের লোকজন দুজনকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে ঘটনার কিছুক্ষণ পরে আব্বাস আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে আবারও হোটেলে প্রবেশ করেন এবং রুমনের ওপর অতর্কিত হামলা চালান। একপর্যায়ে রুমনকে ছুরিকাঘাত করে তারা পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় রুমনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিলেট (এসএমপির) কোতোয়ালি মডেল থানার ওসি মো. জিয়াউল হক হত্যাকান্ডের সত্যতা নিশ্চিত করেছেন। ওসি বলেন, সুরতহাল রিপোর্ট তৈরির সময় দেখা গেছে, নিহতের বুকে ৪টি ছুরির আঘাত রয়েছে। ঘাতকদের শনাক্ত করতে কাজ চলছে এবং তাদের গ্রেফতারে অভিযান চলছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন