ডার্ক মোড
Tuesday, 15 July 2025
ePaper   
Logo
বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের দুবলারচরে অবৈধভাবে মাছ ধরার সময় ২৭ জেলে আটক, তিনটি ট্রলার জব্দ

বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের দুবলারচরে অবৈধভাবে মাছ ধরার সময় ২৭ জেলে আটক, তিনটি ট্রলার জব্দ

 

                     এস.এম. সাইফুল ইসলাম কবির, সুন্দরবন
\দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল মৎস্যভান্ডার নামে খ্যাত  বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের উপকূলের দুবলারচর এলাকায় অবৈধভাবে মাছ ধরার সময় ২৭ জেলেসহ তিনটি ট্রলার আটক করেছে বন বিভাগ। বৃহস্পতিবার (১০ জুলাই) পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের ‘স্মার্ট টিম’ এই অভিযান চালায়।

বন বিভাগ সূত্রে জানা গেছে, দুবলার মেহেরআলী ও ডিপোরখাল এলাকায় নিয়মিত টহল কার্যক্রম চলাকালে পাস পারমিট ছাড়া সুন্দরবনের নদী ও খালে মাছ ধরার সময় তিনটি ট্রলারসহ ২৭ জন জেলেকে আটক করা হয়। এ সময় জব্দ করা হয়েছে মাছ ধরার জাল ও অন্যান্য সরঞ্জাম।

আটক জেলেরা খুলনার কয়রা, বাগেরহাটের মোরেলগঞ্জ ও মোংলা উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। পরে তাদের আলোরকোল ফরেস্ট টহল ফাঁড়িতে সোপর্দ করা হয়।

পূর্ব সুন্দরবন বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) রানা দেব জানান, “বর্তমানে ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনে মাছ ধরা ও প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। এই নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

উল্লেখ্য, সুন্দরবনের জীববৈচিত্র্য ও মাছের প্রজনন সুরক্ষায় প্রতিবছর জুন-জুলাই-আগস্ট মাসে তিন মাসব্যাপী মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়ে থাকে।   ##** ছবি সংযুক্ত আছে **

              
 
 
 
 
 
 
 
 
 
 
 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন