
ধ্যমিকস্তরের শিক্ষা প্রতিষ্ঠান ব্যানবেইস কর্তৃক জরিপ কার্যক্রম শুরু ১৫ জুলাই থেকে
রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক গৃহিত সেডিপি এর আওতায় ব্যানবেইস কর্তৃক বাস্তবায়নাধীন ১৫ জুলাই থেকে ৭ আগষ্ট পর্যন্ত দেশব্যাপী মাধ্যমিক স্তরের (৬ষ্ঠ-১২শ) সকল শিক্ষা প্রতিষ্ঠানে জরিপ কার্যক্রম করা হবে।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান জানান, সারা দেশের ন্যায় শ্যামনগর উপজেলায় ৯২টি তালিকাভুক্ত মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে ৪ জন তথ্য সংগ্রহকারী তথ্য সংগ্রহ করবেন। মোট শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ক্যাটাগরি অনুযায়ী রয়েছে স্কুল পর্যায়ের ৪৬টি, মাদ্রাসা ৩৬টি, কলেজ পর্যায় ৮টি ও অন্যান্য পর্যায়ের ২টি ।
বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) কর্তৃক বাস্তবায়নাধীন জিআইএস ম্যাপিং অফ সেকেন্ডডারী এডুকেশনাল ইনস্টিটিউশনস অ্যান্ড কমপ্লায়েন্স ভেরিফিকেশন সার্ভে শীর্ষক স্কিম বাস্তবায়নের নিমিত্তে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থানিক তথ্য সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য মোবাইল অ্যাপসের মাধ্যমে সংগ্রহ করা হবে। এ লক্ষে ১৫ জুলাই থেকে ৭ আগষ্ট তারিখ পর্যন্ত জরিপ কার্যক্রম পরিচালনা করা হবে। উক্ত জরিপ কার্যক্রম পরিচালনার জন্য মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহকারী নিয়োগ করা হয়েছে। সঠিক ও নিভ’ল তথ্য সংগ্রহের জন্য ইতিপূর্বে তাদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।