ডার্ক মোড
Saturday, 12 July 2025
ePaper   
Logo
এসএসসিতে এবার জিপিএ ফাইভ পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৩২ শিক্ষার্থী

এসএসসিতে এবার জিপিএ ফাইভ পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৩২ শিক্ষার্থী

নিজস্ব প্রতিনিধি

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে এ বছর মোট ১১টি শিক্ষা বোর্ডে ফাইভ পেয়েছেন এক লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী। 

 বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টার দিকে এ ফল প্রকাশ করা হয়।

এ বছর সারা দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডে ১৯ লাখ ৩৬ হাজার ৫৭৯ পরীক্ষার্থী অংশ নিয়েছেন। মোট উপস্থিতি ছিল ১৯ লাখ আট হাজার ৮৬ জন। তাদের মধ্যে উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা তেরো লাখ তিন হাজার ৪২৬ জন।

এদিকে, গত বছর সারাদেশে জিপিএ ফাইভ পেয়েছিলেন এক লাখ ৮২ হাজার ১২৯ জন। সেই হিসেবে এবার জিপিএ ফাইভ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে।

তাছাড়া, পাসের হারও কমেছে এবার। এ বছর সারাদেশে মোট পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৮৩ দশমিক শূন্য ৩ শতাংশ।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন