ডার্ক মোড
Monday, 14 July 2025
ePaper   
Logo
পত্নীতলায় ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন

পত্নীতলায় ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন

 
ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ)
 
নওগাঁর পত্নীতলায় ভ্যাপসা গরমে জন-জীবনে হাঁসফাঁস অবস্থা বিরাজ করছে। গরম থেকে একটু স্বস্তি পেতে মানুষ ছুটছেন গাছের ছায়ায়। আবার অনেকে ঠাণ্ডা পানীয় ও আইসক্রিম খেয়ে স্বস্তি পাওয়ার চেষ্টা করছেন। ঘরে বৈদ্যুতিক ফ্যান ঘুরলেও অনেকের শরীর ঘেমে যাচ্ছে। তীব্র গরমে শিশু ও বয়স্করা পড়েন বেকায়দায়। জরুরি দরকার ছাড়া কেউ বাড়ির বাহিরে যাচ্ছেন না। 
 
রোববার (১৩ জুলাই) দুপুরে উপজেলা সদর নজিপুর পৌর এলাকার রাস্তাঘাটে দেখা যায়, গরমের চোটে মানুষের হাঁসফাঁসের চিত্র। এ সময় অনেকে ঘাম ঝরা দেহ নিয়ে ক্লান্ত হয়ে পড়েছেন। গত ৩ দিন ধরে দিনের বেলায় কাঠফাটা রোদ। বাসা-বাড়ি ও পথঘাটের প্রচণ্ড তাপ, কোথাও স্বস্তি নেই। ফলে বেড়েছে দাবদাহ। অসহনীয় গরমে মানুষের মাঝে অস্থিরতা বিরাজ করছে। এর প্রভাবে সকল শ্রেণি পেশার মানুষ কোনো কাজই ঠিকমতো করতে পারছে না। 
 
বিশেষ করে বিপাকে পড়েছে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। কাঠফাঁটা রোদ আর অসহনীয় গরমে কৃষক মাঠে কাজ করতে পারছে না। সেই সঙ্গে সিএনজি, আটোরিকশা ও ভ্যান চালকদেরও একই অবস্থায়। অনেকে জীবিকার তাগিদে বাড়ি থেকে বের হলেও রোদ-ভ্যাপসা গরমে অস্থির হয়ে উঠছেন। বাধ্য হয়ে তারা ফিরছেন বাড়িতে। এর ফলে শ্রমজীবী মানুষের জীবনযাত্রা ব্যহত হচ্ছে।
 
নজিপুর পৌর এলাকার বাসিন্দা চার্জার-ভ্যান চালক আব্দুস ছালাম জানান, 'যে গরম পড়ছে! যাত্রীও নাই তার মধ্যে রোদ! কামাই রোজগারও কম। খুব খারাপ অবস্থায় আছি।'

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন