ডার্ক মোড
Monday, 14 July 2025
ePaper   
Logo
একটি সফল গণঅভ্যুত্থানের পরে আমরা পুরনো ব্যবস্থায় ফিরে যেতে চাই না — নাহিদ ইসলাম

একটি সফল গণঅভ্যুত্থানের পরে আমরা পুরনো ব্যবস্থায় ফিরে যেতে চাই না — নাহিদ ইসলাম

 

‎‌
জুবায়ের, পিরোজপুর
‎ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে পিরোজপুরে বর্ণাঢ্য পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
‎১৩ জুলাই (রোববার) দুপুরে পিরোজপুর সদর সিও অফিস চত্বর থেকে শুরু হয়ে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয় পদযাত্রাটি। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় প্রবল বৃষ্টির কারণে সমাবেশ সংক্ষিপ্ত করা হয়।
‎এনসিপির কেন্দ্রীয় নেতারা আগের রাতেই পিরোজপুরে পৌঁছান। পদযাত্রা ও সমাবেশে কেন্দ্রীয় প্রতিনিধি দলের প্রায় চল্লিশজন নেতা অংশ নেন।
‎সমাবেশে বক্তৃতা করেন এনসিপির শীর্ষ নেতা ও আহ্বায়ক নাহিদ ইসলাম, যুগ্ম সদস্য সচিব মশিউর রহমান, বরিশাল ও পিরোজপুর জেলার নেতৃবৃন্দ।
‎নাহিদ ইসলাম বলেন, “একটা গণঅভ্যুত্থানের পরেও আমরা পুরনো ব্যবস্থায় ফিরে যেতে চাই না। ঘুম, নির্যাতন, দখলদারিত্ব, জবরদখল আর জোর করে ক্ষমতা দখলের রাজনীতি আমরা আর সহ্য করব না।”
‎তিনি আরও বলেন, “ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের চেতনায় দেশের মানুষকে সঙ্গে নিয়ে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা পথে নেমেছি। শহর–গ্রাম ঘুরে সাধারণ মানুষের কথা শুনছি, তাদের সমস্যাগুলোর ভিত্তিতে গড়ে তুলছি ভবিষ্যতের রূপরেখা।”
‎প্রচণ্ড বৃষ্টির কারণে সময় স্বল্পতার মধ্যেও স্থানীয় জনসাধারণের অংশগ্রহণ ছিল দৃশ্যমান। তবে নির্ধারিত সময়ের আগেই সমাবেশ সমাপ্ত হয়।
‎পিরোজপুরের কর্মসূচি শেষে কেন্দ্রীয় নেতারা ঝালকাঠির উদ্দেশে রওনা হন, যেখানে বিকেলে আরেকটি পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
‎উল্লেখ্য, আত্মপ্রকাশের মাত্র চার মাসের মাথায় নবগঠিত রাজনৈতিক দল এনসিপি বাংলাদেশের ৬৪ জেলায় এক মাসব্যাপী পদযাত্রা কর্মসূচি হাতে নিয়েছে। কর্মসূচির সূচনা হয় স্বাধীনতা সংগ্রামের অন্যতম শহীদ নেতা আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন