ডার্ক মোড
Thursday, 24 July 2025
ePaper   
Logo
দীর্ঘ ২৫ বছর যাবৎ  বিএনপিকে সৎ নেতৃত্ব, নিষ্ঠাবানের সাথে এগিয়ে নিয়ে যাচ্ছেন আবুল গণি মিয়া

দীর্ঘ ২৫ বছর যাবৎ বিএনপিকে সৎ নেতৃত্ব, নিষ্ঠাবানের সাথে এগিয়ে নিয়ে যাচ্ছেন আবুল গণি মিয়া

 
কুড়িগ্রাম প্রতিনিধি
 
বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও সমাজ সেবায় অঙ্গনে বিশেষ ভূমিকা পালন করে চলছেন ভোগডাঙ্গা ইউনিয়নের আব্দুল গনি মিয়া।  আব্দুল গনি মিয়া নিজস্ব ত্যাগ- তিতিক্ষা ও সৎ মানসিকতা দিয়ে সমাজের অবহেলিত ও দুস্থ মানুষের জন্য কাজ করে চলছেন।
কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের মৈলার ভিটা গ্রামের আব্দুল গণি মিয়া ছাত্র জীবন থেকে অদ্যবধি পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আর্দশে সাজিয়েছেন নিজের জীবনকে।
 
 
ছাএজীবন থেকে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনৈতিক চিন্তা চেতনায় বিশ্বাসী।
শহীদ জিয়াউর রহমানের আর্দশকে বুকে লালন করে গণি মিয়া ২০০১ সাল থেকে নাগেশ্বরী কলেজ শাখা ছাত্রদলের সদস্য পদ নিয়ে যাএা শুরু করেন।
 সামান্য সদস্য পদ থেকে তৎকালীন নাগেশ্বরী কলেজ শাখা ছাএদলকে সুসংগঠিত, এক্য ও ভালবাসা দিয়ে সবার মনে জায়গা করে নিয়েছিলেন।
পরবর্তীতে ২০০৩ সালে ভোগডাঙ্গা ইউনিয়নের ১ নং ওয়ার্ড উওর কুমরপুর যুব দলের সভাপতি নির্বাচিত হোন।যদিও গণি মিয়া ওয়ার্ড যুবদলের সভাপতি নির্বাচিত হোন, কিন্তু তার বিচরণ ছিল পুরো ইউনিয়নে।তৎকালীন যুবদলের কর্মীগণ গণি মিয়ার নেতৃত্বে পুরো ইউনিয়ন যুবদলকে একত্রিত করে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে গিয়েছিলেন। 
 
২০১৩ সালে ভোগডাঙ্গা ইউনিয়ন যুবদলের ৩ নং যুগ্ম আহবায়কের দায়িত্ব পালন করেন।যুবদলের দায়িত্ব পালন কালে যুবকদের সকল নিয়ে সমাজে উন্নয়নের ভিত্তি আরো মজবুত করেছিলেন। 
২০২৩-২০২৫ ভোগডাঙ্গা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়কের দায়িত্ব পালন করেন। 
একদিকে গণি মিয়া বিএনপির দায়িত্ব কাঁধে নিয়ে যেমনি সাহসিকতা, সৌহার্দ্য ও সমৃদ্ধির মাধ্যমে সমাজের মানুষের কাজ করেছেন,অন্যদিকে নিজিকে একজন সর্বদা সমাজকর্মী হিসেবে নিজের ভুমিকা অবতীর্ণ করেছিলেন। 
দীর্ঘ ১৬ বছর বিএনপি'র পূর্ণাঙ্গ কমিটি না থাকলেও তার সততা,পরিশ্রম দিয়ে দলের  দুর্দিনে কাজ করেছিলেন।
 যখন ফ্যাসিস্ট সরকারের ভয়ে অনেকে গাঁ ঢাকা দিয়ে লেজুরবৃওি রাজনৈতিক চর্চায় লিপ্ত ছিলেন ঠিক ঐ সময়ে প্রতিটি মাঠে-ঘাঁটে নিজের রাজনৈতিক অবস্থান শক্তভাবে তুলে ধরে দাপিয়ে বেড়াইছিলেন গণি মিয়া। 
 
 কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়নে সামাজিক কার্যক্রম পরিচালনা করে নিজেকে দানবীর হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন। 
 
 
 শীতের সময় অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ, বন্যার সময় সহায়তা, ঈদ উপলক্ষে  উপহার সামগ্রী বিতরণ ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে সাহায্যের হাত বাঁড়িয়েছেন।
 
এছাড়া যুব ফোরামের সভাপতি ও বিভিন্ন  সামাজিক সংগঠনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। 
বর্তমানে ভোগডাঙ্গা ইউনিয়নের সাধারণ মানুষ ও বিএনপি'র সকল  অঙ্গ সংগঠনের চাওয়া দলের  দুর্দিনে এই  ত্যাগী মানুষটিকে  বিএনপি'র পূর্ণাঙ্গ কমিটিতে সর্বোচ্চ সম্মানজনক পদে অলংকারিত করলে দলকে আরো এগিয়ে নিতে বদ্ধপরিকর আব্দুল গণি মিয়া। 
 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন