ডার্ক মোড
Saturday, 23 August 2025
ePaper   
Logo
খুলনা জেলখানা ফেরিঘাটে যাত্রীবাহী বোট ও ফেরির সংঘর্ষে নিখোঁজ যাত্রীদের উদ্ধারে কোস্ট গার্ডের উদ্ধার অভিযান

খুলনা জেলখানা ফেরিঘাটে যাত্রীবাহী বোট ও ফেরির সংঘর্ষে নিখোঁজ যাত্রীদের উদ্ধারে কোস্ট গার্ডের উদ্ধার অভিযান

খুলনা ব্যুরো
বাংলাদেশ কোস্ট গার্ড অভিযান চালিয়ে শুক্রবার খুলনায় জেলখানা ফেরিঘাটে যাএীবাহী বোট ও ফেরির সংঘর্ষে নিখোঁজ যাএী উদ্ধার করেছে।

শুক্রবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার রাত ১০টায় খুলনা জেলখানা ফেরিঘাট এলাকায় একটি যাত্রীবাহী বোট ও ফেরির মুখোমুখি সংঘর্ষ ঘটে। উক্ত দুর্ঘটনায় বোটে থাকা ৩০-৩৫ জন যাত্রীর মধ্যে ১ জন পুরুষ, ১ জন নারী ও ১ জন শিশুসহ মোট ৩ জন নিখোঁজ রয়েছে বলে কোস্ট গার্ড অবগত হয়।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন রূপসার কর্তৃক ১৮ সদস্যের একটি বিশেষ উদ্ধারকারী দল রাতভর রূপসা নদীতে অভিযান চালায়। তবে রাতের অন্ধকার ও প্রবল স্রোতের কারণে নিখোঁজদের উদ্ধার সম্ভব হয়নি। পরবর্তীতে আজ ২২ আগস্ট শুক্রবার সকাল ৭ টায় কোস্ট গার্ড উদ্ধারকারী দল পুনরায় উদ্ধার অভিযান শুরু করে। বাংলাদেশ কোস্ট গার্ড নিখোঁজ যাত্রীদের উদ্ধারে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

যেকোনো দুর্ঘটনা বা দুর্যোগ পরিস্থিতিতে বাংলাদেশ কোস্ট গার্ড সর্বদা দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখবে।

 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন