ডার্ক মোড
Tuesday, 26 August 2025
ePaper   
Logo
নির্বাচনে টাকার খেলা বন্ধ করতে হবে: নুরুল হক নূর

নির্বাচনে টাকার খেলা বন্ধ করতে হবে: নুরুল হক নূর

 যশোর প্রতিনিধি 

ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের (জিওপি) সভাপতি নুরুল হক নূর বলেছেন, নির্বাচনে টাকার খেলা বন্ধ করতে হবে। রাজনীতি হতে হবে জনগণের জন্য।

তিনি বলেন, ‘পুরানো দুর্বৃত্তায়নের রাজনীতি এদেশে আর চলবে না। জনগণের রাজনীতি করতে হবে। জাতীয় স্বার্থে সবার ঐক্যবদ্ধ থাকতে হবে।’

শুক্রবার (২২ আগস্ট) যশোর টাউন হল মাঠে গণঅধিকার পরিষদের মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

নূর আরও বলেন, রাজনৈতিক দলগুলোর মাঝে মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু আওয়ামী লীগের প্রশ্নে সবার এক হতে হবে।

তিনি বলেন, সংস্কারের ক্ষেত্রে সব দলের মতের প্রতিফলন হয়নি, জুলাই ঘোষণাপত্র নিয়ে সব রাজনৈতিক দল মতৈক্যে পৌঁছাতে পারেনি, যা হতাশাজনক। পুরনো ব্যবস্থা দিয়ে নতুন রাষ্ট্র পরিচালনা সম্ভব না বলেও উল্লেখ করেন গণঅধিকার পরিষদের নেতা।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা গণঅধিকার পরিষদের সভাপতি এ.বি.এম আশিকুর রহমান। প্রধান বক্তা ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ খান। বিশেষ অতিথি ছিলেন মুখপাত্র ও সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হাসান আল মামুন, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল ছিলেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন গণঅধিকার পরিষদের অর্থ সম্পাদক রাশিদুর রহমান নিউটন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন