ডার্ক মোড
Saturday, 23 August 2025
ePaper   
Logo
পটুয়াখালীতে খাদ্য বান্ধব কর্মসূচির চাল কম দেয়ার অভিযোগ

পটুয়াখালীতে খাদ্য বান্ধব কর্মসূচির চাল কম দেয়ার অভিযোগ

পটুয়াখালী সংবাদদাতা

পটুয়াখালীর সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নে হতদরিদ্রদের জন্য সরকারের চাল বিক্রয় কার্যক্রমে অনিয়মের অভিযোগ উঠেছে। নির্ধারিত ৩০ কেজি চালের পরিবর্তে সুবিধাভোগীদের ২৮ কেজি করে চাল দেয়ার অভিযোগ করেছেন উপকারভোগীরা।

সরেজমিনে গিয়ে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার (২১ আগস্ট) লোহালিয়া ইউনিয়নের পালপাড়া বাজারের বিক্রয়কেন্দ্রে খাদ্য বান্ধব কর্মসূচির চাল তুলতে আসা উপকারভোগীদের ওজনে কম চাল দেয়া হয়। সরকারি নির্দেশনা অনুযায়ী, প্রতি কেজি ১৫ টাকা দরে ৩০ কেজি চাল বিক্রির নিয়ম থাকলেও ডিলার পক্ষ থেকে গ্রাহকপ্রতি ২ কেজি চাল কম দেয়া হচ্ছে বলে ভুক্তভোগীরা অভিযোগ করেন।

উপকারভোগী রাবেয়া বেগম সহ কয়েকজন জানান, “আমরা ৩০ কেজি চালের টাকা দিলেও হাতে পাই মাত্র ২৮ কেজি। নিয়মিতভাবেই ওজনে কম দেয়া হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হলেও ব্যবস্থা নেয়া হয়নি।”

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ডিলার কামাল হোসেন মৃধা বলেন, “আমি ইউনিয়ন বিএনপির সভাপতি। আমার বিষয়ে খোঁজ নিয়ে দেখেন আমি কোনো অন্যায় করি না। আমার যে লোক ওজনে কম দিয়েছে তাকে আমি সরিয়ে দিয়েছি। এখন আর কম দেয়ার কোনো সুযোগ নেই।”

এ বিষয়ে স্থানীয়দের দাবি, সরকারের এ কর্মসূচি দরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য হলেও ডিলারদের অনিয়মের কারণে উপকারভোগীরা বঞ্চিত হচ্ছেন। প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত তদারকি না থাকায় এ ধরনের অভিযোগ প্রায়শই শোনা যায়।

পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফফাত আরা জামান উর্মি বলেন, আমি লোক পাঠাচ্ছি। অভিযোগ প্রমাণিত হলে ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন