
চরবিষয়ক মন্ত্রণালয়ের দাবিতে ব্রহ্মপুত্র তীরে মানববন্ধন ও সংলাপ
চিলমারী(কুড়িগ্রাম)সংবাদদাতাঃ
‘আইসো বাহে চর বাঁচাই’ শ্লোগানে চরের মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে চর বিষয়ক মন্ত্রণালয় গঠনের দাবিতে মানববন্ধন ও সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
বৃহষ্পতিবার বেলা ১১টা থেকে চর উন্নয়ন কমিটির আয়োজনে চিলমারীর ব্রহ্মপুত্র নদের দুই তীরে চিলমারী নদী বন্দর ও কড়াইবড়িশাল এলাকায় পর্যায়ক্রমে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার হাজারো মানুষ অংশ গ্রহণ করেন।
মানববন্ধনে কুড়িগ্রাম জেলা চর উন্নয়ন কমিটির আহবায়ক শফিকুল ইসলাম বেবু বলেন, ‘কুড়িগ্রাম জেলার ৫৩ শতাংশ মানুষ হতদরিদ্র। জেলায় প্রায় ৮৫০ বর্গ কিলোমিটার চর রয়েছে। এইসব চরে প্রায় সাত লক্ষাধিক মানুষ বসবাস করে। চরের উন্নয়ন না হলে এসব মানুষের ভাগ্যের উন্নয়ন হবে না।’ তিনি আরো বলেন, ‘কুড়িগ্রাম হচ্ছে মঙ্গার পরীক্ষাগার। সবাই মঙ্গা নিয়ে নাড়াচাড়া করে, কিন্তু মঙ্গা মুক্ত হয় না, চর মন্ত্রণালয় না হওয়া পর্যন্ত চরের মানুষের উন্নয়ন হবে ন, তাই চর মন্ত্রণালয় এখন সময়ের দাবি।’ মানববন্ধন শেষে কড়াইবরিশাল ঘাটে চিলমারী চর উন্নয়ন কমিটি আহ্বায়ক আবু হানিফার সভাপতিত্বে সংলাপে উপস্থিত থেকে আরো বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা চর উন্নয়ন কমিটির সদস্য সচিব এসএম আশরাফুল ইসলাম রুবেল, বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি এ্যার্টনি জেনারেল সাইফুল করিম সুমন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারক ও আইনজীবী আজিজুর রহমান দুলু, কুড়িগ্রাম জেলা জজকোর্টের পিপি এ্যাডভোকেট বজলুর রশিদ, চিলমারী উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল বারী সরকার, সাধারণ সম্পাদক আব্দুল মতিন সরকার শিরিন, জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি নাজমুন নাহার বিউটি, চিলমারী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম, চিলমারী চর উন্নয়ন কমিটির যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম সাবু, মনিরুল আলম লিটু, সদস্য সচিব ফজলুল হক, স্থানীয় বাসিন্দা সহ চরাঞ্চলবাসী প্রমূখ।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন