
কলাপাড়ায় দাড়াষ সাপ উদ্ধারের পর বনে অবমুক্ত
গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী):
পটুয়াখালীর কলাপাড়ায় নির্বিষ একটি দাড়াষ সাপ উদ্ধারের পর বনে অবমুক্ত করেছে এ্যানিমেল লাভার্সের সদস্যরা। বুধবার বিকেলে উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া গ্রামের কৃষক মো. সাইফুল ইসলামের বাড়ী থেকে এ্যানিমেল লাভার্সের কলাপাড়া উপজেলা টিম লিডার মো. বায়েজিদ মুন্সীর নেতৃত্বে সাপটি উদ্ধার করা হয়।
সাপটির দৈর্ঘ্য অন্তত: পাঁচ ফুট। এটি মুরগীর তা দেয়া ডিম খেতে এসে জালে জড়িয়ে আটকে যায়। এসময় বাড়ীর লোকজন এ্যানিমেল লাভার্সের কর্মীদের মোবাইলে বিষয়টি অবগত করে।
কৃষক মো. সাইফুল ইসলাম জানান, রান্নাঘরে ফোস ফোস শব্দ শুনে তাদের সন্দেহ হয়। পরে জালে পেচাঁনো অবস্থায় সাপটি দেখতে পেয়ে তারা এ্যানিমেল লাভার্সের সদস্যদের খবর দেন।
এ্যানিমেল লাভার্সের কলাপাড়ার টিম লিডার মো. বায়েজিদ মুন্সী জানান, দাড়াষ সাপটি নির্বিষ সাপ। ইঁদুর খায় বলে এ সাপ মানুষের উপকারী সাপ। পরে সাপটি পার্শ্ববর্তী বনে অবমুক্ত করা হয়।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন