ডার্ক মোড
Thursday, 18 April 2024
ePaper   
Logo
 ফ্রিল্যান্সার রাবুর সফলতার গল্প

 ফ্রিল্যান্সার রাবুর সফলতার গল্প

জামালপুর প্রতিনিধি

আরিফুর আলম (রাবু) একজন ফ্রিল্যান্সার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তিনি একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার ও সাইবার সিকিউরিটি ডিটেক্টর। তিনি এখন কাজ করছেন ইউরোপ-আমেরিকানদের সাথে। জামালপুরের এই তরুণ এখন ঘরে বসে আয় করেন লাখ লাখ টাকা।

শুরুর দিকে তার পথ চলা ছিল কঠিন ও ভঙ্গুর। কঠোর সাধনা ও মেধাকে কাজে লাগিয়ে দিনে দিনে অর্জন করেছেন ফাইবারে টপরেটেড ফ্রিল্যান্সার ব্যাজ। বর্তমানেও তিনি একটি মার্কিন কোম্পানিতে SEO Specialist হিসেবে চুক্তিবদ্ধ হয়ে কাজে যোগদান করেছেন। পাশাপাশি দেশীয় সুনামধন্য একটি কোম্পানির IT Expert হিসেবেও কর্মরত আছেন।

ইতিমধ্যে রাবু তার মেধা এবং যোগ্যতাকে কাজে লাগিয়ে তথ্য যোগাযোগ মন্ত্রণালয়ের সফল ফ্রিল্যান্সার মর্যাদা পেয়েছেন। তিনি সব কাজ সম্পূর্ণ করেন ঘরে বসে ল্যাপটপের মাধ্যমে। এই কাজের মাধ্যমে তার ভাগ্য বদলের স্বপ্ন জয় করেছেন। তরুণদেরেও এ ধরনের সুযোগ করে দিতে চান ফ্রিল্যান্সার রাবু। ডিজিটাল যুগে বাংলাদেশের অর্থনীতিতে ফ্রিল্যান্সাররা অবদান রাখছেন। সাবলম্বী হওয়ার অন্যতম সৎ পন্থা-ফ্রিল্যান্সিং। আমাদের দেশের ফ্রিল্যান্সাররা বছরে ৫০ কোটি মার্কিন ডলার উপার্জনে ভূমিকা রাখছেন।

ফ্রিল্যান্সার রাবু ভাষ্যমতে, প্রথমেই উপার্জনের চিন্তা না করে, শিখার চেষ্টা করুন। নিজেকে দক্ষ করে গড়ে তুলে ফ্রিল্যান্সিং এর যাত্রা শুরু করুন। সাফল্যের জন্য প্রয়োজন নিজের আত্মবিশ্বাস ও দক্ষতা অর্জন।

রাবুর জন্ম জামালপুর মাদারগঞ্জের চরভাটিয়ালি গ্রামে। তার পিতার নাম ইন্তাজ আলী। ফ্রিল্যান্সার রাবুর সফলতার জন্য রয়েছে প্রবাসি পিতা ও এক ভাইয়ের অনুপ্রেরণা। বর্তমানে সে জামালপুর আশেক মাহমুদ বিশ^বিদ্যালয় কলেজ থেকে বিএ অনার্স শেষ করে মাস্টার্সে অধ্যয়নরত।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন