
চীনা স্পোর্টস লজিস্টিকস ও ইকুইপমেন্ট ব্র্যান্ড “লিংজিয়ান” এর সাথে গেমপ্লে লিমিটেড-এর সমঝোতা স্মারক স্বাক্ষর
নিজস্ব প্রতিনিধি
বাংলাদেশের শীর্ষস্থানীয় স্পোর্টস ম্যানেজমেন্ট ও স্পোর্টস ডিপ্লোমেসিএজেন্সি গেমপ্লে লিমিটেড আনুষ্ঠানিকভাবে চীনা স্পোর্টসলজিস্টিকস ও ইকুইপমেন্ট ব্র্যান্ড “লিং জিয়ান” এর সঙ্গে একটিসমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর নিকেতনে অবস্থিত All Broadcasters’ Community অফিসে অনুষ্ঠিত এই স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এর মাধ্যমে বাংলাদেশের ক্রীড়া অবকাঠামোও মানসম্মত ক্রীড়া সামগ্রী সহজলভ্য করার ক্ষেত্রে একটি নতুন দিগন্তউন্মোচন হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এই চুক্তির মাধ্যমে গেমপ্লে লিমিটেড বাংলাদেশে লিং জিয়ান-এরএকমাত্র দেশীয় এজেন্ট হিসেবে কাজ করবে। এর ফলে দেশের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ক্রীড়া ফেডারেশন, একাডেমি ও খেলোয়াড়রাবিশ্বমানের ক্রীড়া সরঞ্জাম, আধুনিক লজিস্টিকস সুবিধা এবং পেশাদারসাপোর্ট পাবেন। লিং জিয়ান ব্র্যান্ড এর উন্নতমানের ফুটবল, টেনিস, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, হ্যান্ডবল, ভলিবল, দড়িলাফ, ইয়োগা ওঅন্যান্য ক্রীড়া সামগ্রী রয়েছে।
অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন গেমপ্লেলিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মাকসুম-উল-হোসেন।
তিনি বলেন, জিং লিয়াং-এর সঙ্গে এই অংশীদারিত্ব বাংলাদেশের ক্রীড়া উন্নয়নেরক্ষেত্রে এক ঐতিহাসিক পদক্ষেপ। জিং লিয়াং-এর বৈশ্বিক অভিজ্ঞতাএবং গেমপ্লে’র স্থানীয় বিশ্বাসযোগ্যতা একত্রে দেশের প্রতিটি স্কুল, একাডেমি ও ফেডারেশনের কাছে উন্নতমানের পেশাদার ক্রীড়া সরঞ্জামপৌঁছে দিতে সক্ষম হবে।
লিংজিয়ানের পক্ষে মি. ফ্রাংক, চেয়ারম্যান, বিওয়াই ইন্টারন্যাশনাল, সাইনো গ্লোবার কর্পোরেশন এটাকে একটা ঐতিহাসিক মূহু্র্ত হিসেবেউল্লেখ করেন। তিনি বলেন, “আমরা মনে করি বাংলাদেশ একটাখুবই বড় বাজার এবং এর একটা কৌশলগত গুরুত্ব রয়েছে। আমরাগেমপ্লেকে প্রযুক্তি ও প্রশিক্ষণ থেকে শুরু করে সবধরণের সহযোগিতাকরবো যাতে তারা বাংলাদেশে লিংজিংয়ানের পন্যগুলো স্থানীয়মার্কেটে এবং ক্রীড়ামোদীদের কাছে পৌছে দিতে পারে।”
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মি. লি শিয়াও, ইউনান প্রদেশেরবর্হিবিশ্বের প্রতিনিধি হিসেবে বাংলাদেশে নিযুক্ত পরিচালক, তিনি গেমপ্লেও লিংজিয়ানকে শুভকামনা জানান।
সমাপনী বক্তব্যে গেমপ্লে লিমিটেডের চেয়ারম্যান ফয়সাল তিতুমীরসবাইকে ধন্যবাদ জানানোর পাশাপাশি বাংলাদেশের ক্রীড়াঅনুরাগীদের জন্য সুলভে মানসম্পন্ন ক্রীড়াসামগ্রী পৌছে দেয়ার অঙ্গীকার করেন।
অনুষ্ঠানে কূটনীতিক, ক্রীড়া ফেডারেশনের নেতৃবৃন্দ, সাংবাদিক,কর্পোরেট প্রতিনিধি ও ক্রীড়ানুরাগীরা উপস্থিত ছিলেন।
গেমপ্লে লিমিটেড সাত বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশে স্পোর্টসডিপ্লোমেসি কার্যক্রমে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। প্রতিষ্ঠানটি সফলভাবে আয়োজন করেছে এম্বেসি ফুটবল ফেস্ট, এম্বেসিক্রিকেট কার্নিভাল, ডিপ্লোম্যাটিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস এবংঢাকা ডিপ্লোম্যাটিক স্প্রিং ওপেন গলফ টুর্নামেন্ট। গেমপ্লে লিমিটেডক্রীড়া, সংস্কৃতি ও আন্তর্জাতিক সহযোগিতার সেতুবন্ধন তৈরি করারপাশাপাশি গ্রাসরুট স্তরে ক্রীড়া উন্নয়নে কাজ করছে।
জিং লিয়াং একটি শীর্ষস্থানীয় চীনা স্পোর্টস লজিস্টিকস ও ইকুইপমেন্টব্র্যান্ড, যারা উন্নত মান, উদ্ভাবন এবং সাশ্রয়ী মূল্যের জন্য বিশ্বব্যাপীপরিচিত। এশিয়ার বিভিন্ন দেশে কার্যক্রম পরিচালনার পর এবার দক্ষিণএশিয়ার বাজারে সম্প্রসারণের অংশ হিসেবে বাংলাদেশে গেমপ্লেলিমিটেড-এর সঙ্গে হাত মিলিয়েছে প্রতিষ্ঠানটি।
এই অংশীদারিত্ব বাংলাদেশের ক্রীড়া অঙ্গনে নতুন সম্ভাবনার দ্বারউন্মুক্ত করবে এবং দেশজুড়ে মানসম্মত, সাশ্রয়ী ও বিশ্বস্বীকৃত ক্রীড়াসামগ্রী নিশ্চিত করবে।
