ডার্ক মোড
Tuesday, 01 April 2025
ePaper   
Logo
৪৮ঘন্টার মধ্যে মুজিবের ছবি অপসরনের দাবী লালমনিরহাটের বৈষম্য বিরোধী ছাত্রদের

৪৮ঘন্টার মধ্যে মুজিবের ছবি অপসরনের দাবী লালমনিরহাটের বৈষম্য বিরোধী ছাত্রদের

 

মোঃ লাভলু শেখ লালমনিরহাট।।

মুক্তিযুদ্ধ স্মৃতিস্মারক থেকে আগামী ৪৮ঘন্টার মধ্যে শেখ মুজিবের ছবি অপসরনের দাবীতে পৃথক সংবাদ সম্মেলন করেছেন জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শনিবার বেলা ১২টায় ওই মুক্তিযুদ্ধ স্মৃতিস্মারক মঞ্চ প্রাঙ্গনে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লালমনিরহাট জেলার সদস্য সচিব হামিদুর রহমান লিখিত বক্তব্যে বলেন, ওই ম্যুরালটিতে স্বৈরাচার শেখ মুজিবুর রহমানকে অতিরঞ্জিত উপস্থাপন, ইতিহাস বিকৃতি ও ফ্যাসিষ্টের ন্যারেটিভ প্রতিষ্ঠা করা হয়েছে। এ কারণে গত ১৬ ডিসেম্বর এবং ২৬মার্চ জেলা প্রশাসন মুরালটি ঢেকে রেখে অনুষ্ঠান পরিচালনা করেন। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫২, ৭১ সহ সকল ইতিহাস অক্ষুণ্ণ রেখে শুধু স্বৈরাচারের চিহ্ন ঢেকে দেওয়ার নির্দেশনা ছিলো। কিন্তু ইভেন্ট ম্যানেজমেন্ট তা অপসারণ করতে গিয়ে মুক্তিযুদ্ধের স্মৃতিস্মারক সম্পূর্ণ ম্যুরালটি ঢেকে দেয় যা অনাকাঙ্ক্ষিত ঘটনা। বৈষম্য বিরোধী ওই ছাত্রনেতা বলেন, ম্যুরালটি ঢেকে দেওয়া সম্পর্কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অবগত ছিল না ও জেলা প্রশাসনের কাছে এমন কোন দাবীও উত্থাপন করা হয়নি। তবে স্বৈরাচারের সকল চিহ্ন ও ম্যুরাল অপসারণ ছাত্রজনতার দাবী ও গণআকাঙ্খা। এসময় আগামী ৪৮ঘন্টার মধ্যে শেখ মুজিবের ছবি অপসরনের দাবী জানানো হয়।অন্যথায় বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররাই স্বৈরাচার ফ্যাসিষ্টের ছবি অপসারণ করবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন।
সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র নেতা সারোয়ার হাবিব ধ্রুব, হাবিবুর রহমান হিমেল, সায়েম আদনান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন