ডার্ক মোড
Friday, 27 December 2024
ePaper   
Logo
হাসিনার পতনে নরেন্দ্র মোদি কষ্টে আছে: খেলাফত মজলিসের মহাসচিব

হাসিনার পতনে নরেন্দ্র মোদি কষ্টে আছে: খেলাফত মজলিসের মহাসচিব

নিজস্ব প্রতিবেদক

খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, ফ্যাসিস্ট হাসিনার পতনে নরেন্দ্র মোদি কষ্টে আছে। ভারত সরকার আমাদেরকে শান্তিতে থাকতে দিতে চায় না। স্বাধীনভাবে বেঁচে থাকতে দিতে চায় না। কিন্তু আমরা স্বাধীন জাতি, যেভাবে জীবন দিয়ে স্বাধীনতা অর্জন করেছি, সেভাবে স্বাধীনতা রক্ষা করবো।

শুক্রবার (৬ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে খেলাফত মজলিসের ৩৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী শোভাযাত্রা পূর্ব সমাবেশে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, স্বাধীনতার প্রশ্নে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে বাংলাদেশের সকল নাগরিক ঐক্যবদ্ধ। দেশবাসী ঐক্যবদ্ধভাবে স্বাধীনতা বিরোধী সকল ষড়যন্ত্র রুখে দিবে। বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে, আমাদের কেউ দাবিয়ে রাখতে পারবে না। দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য দুর্নীতিমুক্ত সৎ নেতৃত্ব কায়েম করতে হবে।

ফ্যাসিস্ট হাসিনা বিগত ১৬ বছরে বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে বলে উল্লেখ করে আহমদ কাদের বলেন, এখন পালিয়ে গিয়ে ভারতের হিন্দুত্ববাদী নেতা নরেন্দ্র মোদীর মদদে এদেশে ধর্মীয় দাঙ্গা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। কিন্তু কোনো ষড়যন্ত্রে কাজ হবে না। ঐতিহ্যগতভাবে বাংলাদেশ সম্প্রীতির বাংলাদেশ।

ঢাকা মহানগর দক্ষিণ খেলাফত মজলিসের সভাপতি অধ্যাপক মাওলানা আজীজুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আবুল হোসেনের পরিচালনায় আরও বক্তব্য রাখেন সংগঠনের যুগ্মমহাসচিব অধ্যাপক মো. আবদুল জলিল, মুফতি আব্দুস সামাদ, কেন্দ্রীয় নির্বাহী সদস্য হাজী নূর হোসেন, হাফেজ মাওলানা নুরুল হক, শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সভাপতি প্রভাষক মুহাম্মদ আবদুল করিম, ঢাকা মহানগরী সহ-সাধারণ সম্পাদক কাজী আরিফুর রহমান, সাংগঠনিক সম্পাদক মুনশি মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন