ডার্ক মোড
Wednesday, 08 May 2024
ePaper   
Logo
হাবিপ্রবিতে “উদ্ভাবনী ধারণা অবহিতকরণ” বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

হাবিপ্রবিতে “উদ্ভাবনী ধারণা অবহিতকরণ” বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি

জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের লক্ষ্যে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ইনোভেশন টিমের আয়োজনে “উদ্ভাবনী ধারণা অবহিতকরণ” বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি কনফারেন্স রুমে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের সম্মানিত ডীন, হল সুপার, পরিচালক, সহকারী হল সুপার, শুদ্ধাচার সংশ্লিষ্ট বিভিন্ন কমিটির সদস্যবৃন্দ (শিক্ষক-কর্মকর্তা)। সভাপতিত্ব করেন ইনোভেশন টিমের আহবায়ক প্রফেসর ড. এস. এম. হারুন-উর-রশীদ।

এ সময় প্রধান অতিথির বক্তব্যের শুরুতে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান স্বাধীনতার মাসে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত সকল শহিদ, মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহিদদের।

তিনি বলেন, আমরা যে সার্ভিস গুলো দিচ্ছি সেগুলোকে কত স্মার্টলি ও কত সহজে আমাদের যারা স্টেকহোল্ডার তাদের কাছে পৌছাতে পারছি সেটাই আজকের আলোচনার মূল বিষয়বস্তু। আমরা সেবাগুলোকে সহজীকরণ করব এমন ভাবে যেন আগের চেয়ে কম সময় ও কম খরচের প্রয়োজন হয়। এক্ষেত্রে উদ্ভাবনী ধারণা গুলো গুরুত্বপ‚র্ণ ভ‚মিকা পালন করবে। এই ধারণা শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী যেকোন কারও কাছ থেকেই আসতে পারে। এ জন্য প্রশাসনিক ভবন, একাডেমিক ভবন, লাইব্রেরি, সকল হলসহ ক্যাম্পাসের বিভিন স্থানে ইনোভেশন টিম এর পক্ষ থেকে বক্স স্থাপন করা হয়েছে। সেখানে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট যে কেউ উদ্ভাবনী ধারণা প্রদান করতে পারবেন। সেগুলোকে কাজে লাগিয়ে বিশ্ববিদ্যালয়কে সামনে এগিয়ে নেয়া সম্ভব হবে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন