ডার্ক মোড
Wednesday, 02 July 2025
ePaper   
Logo
হাতিয়ায় সংরক্ষিত বনের গাছ কাটার সময় আটক

হাতিয়ায় সংরক্ষিত বনের গাছ কাটার সময় আটক

সাব্বির ইবনে ছিদ্দিক, হাতিয়া (নোয়াখালী)

 নোয়াখালীর হাতিয়ায় সংরক্ষিত বনের গাছ কাটার অভিযোগে মো. হানিফ (৪৭) নামের একজনকে আটক করেছে বন বিভাগ। বুধবার (১১ জুন) বন আইনে দায়ের করা মামলায় তাকে আদালতে হাজির করে জেলহাজতে পাঠানো হয়েছে।

আটক হানিফ হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা, তিনি মৃত কামাল উদ্দিনের ছেলে। বন বিভাগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১০ জুন) বিকেলে জাহাজমারা চর ইউনুছ সংরক্ষিত বনাঞ্চলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিযানের সময় তার সঙ্গে থাকা আরও ৫-৬ জন গভীর বনের ভেতর পালিয়ে যায়। তারা সবাই দীর্ঘদিন ধরে সংরক্ষিত বনের গাছ কেটে জমি দখলের চেষ্টা চালিয়ে আসছিল বলে অভিযোগ রয়েছে।

অভিযানে গাছ কাটার কাজে ব্যবহৃত দা, কুড়াল ও করাত জব্দ করা হয়েছে।

জাহাজমারা রেঞ্জের সহকারী বন সংরক্ষক একেএম আরিফ উজ জামান বলেন, “আটক ব্যক্তিকে বন আইনে দায়ের করা মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে। উপকূলীয় সংরক্ষিত বন রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন