সোনারগাঁও হোটেলের বিভেদ সৃষ্টির অভিযোগে দুলাল চন্দ্র মজুমদারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি
নিজস্ব প্রতিবেদক
সরকার নিয়ন্ত্রিত প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের কর্মচারীদের ভিতর চরম অসন্তোষের খবর এসেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্রে জানা গেছে, জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর উত্তর-এর কার্যনির্বাহী পরিষদের শিক্ষা, সাহিত্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং উক্ত হোটেলের সেলুনের কর্মচারী দুলাল চন্দ্র মজুমদার অন্যান্য কর্মচারীদের মধ্যে বিভেদ সৃষ্টি করছেন এবং সংখ্যালঘুদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন।
ভুক্তভোগী কর্মচারীরা অভিযোগ করেছেন, দুলাল চন্দ্র মজুমদার নিজেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছের লোক হিসাবে পরিচয় দিয়ে কর্মচারীদের মধ্যে এই ভীতিকর পরিবেশ সৃষ্টি করছেন। অভিযোগের মধ্যে রয়েছে, তিনি সাধারণ কর্মচারীদের চাকরি থেকে বিতাড়িত করবেন বলে হুমকি দিচ্ছেন, যা হোটেলের পরিবেশকে উত্তপ্ত করে তুলেছে।
এখানে উল্লেখ্য যে, তিনি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের নাম ব্যবহার করে দীর্ঘদিন ধরে নিজের প্রভাব খাটিয়ে আসছেন এবং হোটেলের সিবিএ কার্যনির্বাহী কমিটির সভাপতি হওয়ার সুযোগ নিয়েছেন।
যখন সরকারি অনেক প্রতিষ্ঠানের আওয়ামী লীগ কর্মীরা দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে দেশ ছেড়ে কিংবা কর্মস্থল ও বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন সেখানে দুলাল চন্দ্র মজুমদার এখনও সোনারগাঁও হোটেলে অবস্থান করছেন এবং সাধারণ কর্মচারীদের ভয়ভীতি প্রদর্শন করে বহাল তবিয়তে চাকরিতে বহাল আছেন!
হোটেল কর্তৃপক্ষ সাধারণ কর্মচারীরা দুলাল চন্দ্র মজুমদারের নামে তাদের উপর অত্যাচারের অভিযোগ করলেও এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। যদিও দুলাল চন্দ্র মজুমদার নিজে সংখ্যালঘু, তাই তার বিরুদ্ধে হোটেল কর্তৃপক্ষ অথবা সাধারণ কর্মচারীরা অভিযোগ করলে সেটা সংখ্যালঘুদের উপর অত্যাচার বলে চালিয়ে দিতে চাইছেন।
ভুক্তভোগী কর্মচারীরা সোনারগাঁও হোটেলের ভাবমূর্তি রক্ষা এবং শ্রমিকদের মধ্যে চলমান বিভেদ দূর করতে দ্রুত দুলাল চন্দ্র মজুমদারের বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।