ডার্ক মোড
Sunday, 14 September 2025
ePaper   
Logo
ঢাকা কলেজ ও সিটি কলেজের সংঘর্ষে পুলিশসহ আহত ১০

ঢাকা কলেজ ও সিটি কলেজের সংঘর্ষে পুলিশসহ আহত ১০

নিজ্বস প্রতিনিধি 

রাজধানীর সায়েন্স ল্যাবে ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে থেমে থেমে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ চলছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে সংঘর্ষ শুরু হয়। এতে পুলিশসহ দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীরা রাস্তায় নেমে ইটপাটকেল ছোড়েন। লাঠি নিয়ে তাদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া চলে এবং একপর্যায়ে সংঘর্ষ হয়। পুলিশ জানিয়েছে, এ সময় দুই পক্ষ পুলিশের ওপরও হামলা চালায়। এতে চারজন পুলিশ সদস্য ও উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশকেও লাঠিপেটা করতে দেখা গেছে।

নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহফুজুল হক বলেন, 'উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বেলা সাড়ে ১১টার দিকে নিউ মার্কেট এলাকা ও সায়েন্স ল্যাবরেটরি ক্রসিংয়ে সংঘর্ষে লিপ্ত হয়। পুলিশ সঙ্গে সঙ্গে হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।'

ওসি আরও জানান, প্রথম দফার সংঘর্ষ সকালেই নিয়ন্ত্রণে আসে। তবে দুপুর সোয়া ১টার দিকে পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে ওঠে এবং নতুন সংঘর্ষ ঘটে।

সংঘর্ষের কারণে এলাকায় যান চলাচল আংশিকভাবে বন্ধ থাকে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর সীমিত যানবাহনের চলাচল পুনরায় শুরু হয়।

ওসি বলেন, শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করার সময় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে, আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অতিরিক্ত মোতায়েন করা হয়েছে যাতে পরিস্থিতি পুনরায় উত্তপ্ত না হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন