ডার্ক মোড
Sunday, 22 September 2024
ePaper   
Logo
সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আবারও আমদানি-রপ্তানি শুরু

সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আবারও আমদানি-রপ্তানি শুরু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

অনিয়ম-দুর্নীতি বন্ধসহ আমদানিকারকদের চার দফা দাবিতে ছয়দিন বন্ধ থাকার পর শনিবার সকাল থেকে আবারও চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হয়েছে।

বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপক মাইনুল ইসলাম ও আমদানি রপ্তানিকারক গ্রুপের সভাপতি মো. শাহবুদ্দীন গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

মো. শাহবুদ্দীন জানান, পানামা পোর্ট লিংক লিমিটেডের অনিয়ম-দুর্নীতি ও অতিরিক্ত মাশুল আদায়সহ চার দফা দাবিতে গত রোববার থেকে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি বন্ধের সিদ্ধান্ত নেন আমদানিকারকরা। এরপর গত বৃহস্পতিবার জেলা প্রশাসকের উপস্থিতিতে আমদানিকারকদের চার দফা দাবি নিয়ে পানামা পোর্ট লিংক লিমিটেডের সঙ্গে বৈঠক হয়।
তিনি আরও জানান, আলোচনা ফলপ্রসূ হওয়ায় আমদানি-রপ্তানি চালুর সিদ্ধান্ত নেন তারা। বৈঠকে অনিয়ম দুর্নীতিসহ অতিরিক্ত মাশুল আদায় বন্ধের প্রতিশ্রুতি দেয় পানামা পোর্ট লিংক লিমিটেড।

পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপক মাইনুল জানান, আলোচনায় উভয়পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে। ফলে আজ থেকে স্থলবন্দরে আগের মতোই ভারত থেকে পণ্য আমদানি শুরু হয়েছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন