ডার্ক মোড
Sunday, 22 September 2024
ePaper   
Logo
বেতাগীতে প্রাথমিকের শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে সমাবেশ

বেতাগীতে প্রাথমিকের শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে সমাবেশ

বেতাগী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার বেতাগীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডে বেতন স্কেল বাস্তবায়নের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন ও সমাবেশ করা হয়।

শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন সহকারী শিক্ষক নাসির খান, তৌহিদ খান, আসাদুজ্জামান স্বপন, মো: সুমন ও মোস্তারি আক্তার এ্যানি প্রমুখ।

মানববন্ধনকালে সমাবেশে বক্তারা বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগে স্নাতক পাস যোগ্যতার প্রয়োজন হয়। কিন্তু সহকারী শিক্ষকরা এখন পর্যন্ত তৃতীয় শ্রেণি পদমর্যাদা সম্পন্ন ১৩তম গ্রেডে রয়েছেন। অথচ একই যোগ্যতা নিয়ে মাধ্যমিকের সহকারী শিক্ষক, পুলিশের সাব-ইন্সপেক্টররা দশম গ্রেডে বেতন পাচ্ছেন।

এইচএসসি সমমান ডিপ্লোমা পাসে নিয়োগপ্রাপ্ত নার্সদের বেতন ১০ম গ্রেডে। এসএসসি সমমানে কৃষি ডিপ্লোমা নিয়োগপ্রাপ্ত একজন উপসহকারী কৃষি কর্মকর্তা বেতন পান ১০ম গ্রেডে।

তারা আরও বলেন, বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা পদে স্নাতক পাসে বেতন পাচ্ছেন ১০ম ও ৯ম গ্রেডে। কঠোর পরিশ্রম করেও শিক্ষকেরা তৃতীয় শ্রেনির কর্মচারীর মর্যাদায় রয়েছেন। তাই ১৩তম গ্রেড উন্নীত করে ১০তম গ্রেড দিতে বর্তমান অন্তর্র্বতী সরকারের কাছে দাবি জানান শিক্ষকেরা।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন