ডার্ক মোড
Sunday, 22 September 2024
ePaper   
Logo
কুযাকাটা সমুদ্র সৈকতে বিশ্ব পরিচ্ছন্ন দিবস পালিত

কুযাকাটা সমুদ্র সৈকতে বিশ্ব পরিচ্ছন্ন দিবস পালিত

পায়রা বন্দর (পটুয়াখালী) প্রতিনিধি

আন্তর্জাতিক উপকূল পরিচ্ছন্নতা দিবস উদযাপন উপলক্ষে কুয়াকাটায় ''Together for A Cleaner Tomorrow'' অনুষ্ঠিত হয়।
শনিবার সকাল ১০ টায় বরগুনা নারী জাগরণ কর্মসূচি ''জাগোনারী'' আয়োজনে কুয়াকাটা প্রেসক্লাব মাঠ থেকে রেলী বের হয়ে সৈকতের জিরো পয়েন্ট থেকে পূর্বদিকে কয়েক মাইল জুরে বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের প্রায় অর্ধশত সেচ্ছাসেবকের উপস্থিতিতে সেইভ দা চিলড্রেন এর সহযোগিতায় এই পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে কুয়াকাটা প্রেসক্লাব মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, টুরিস্ট পুলিশ, কুয়াকাটা রিজিয়ন মোঃ আনসার উদ্দীন বিশেষ অতিথি কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুসাইন আমির, কুয়াকাটা পৌরসভার প্যানেল মেয়র আশরাফ আলী শিকদার, মোঃ ইব্রাহিম, প্যানেল চেয়ারম্যান, মহিপুর ইউপিসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতা কর্মীরা।

কুয়াকাটা তরুন ক্লাবের সেচ্ছাসেবী সদস্য মিলি আক্তার, বলেন, আমাদের এই কুয়াকাটা পরিস্কার ও পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের। তারই ধারাবাহিকতায় এমন পরিচ্ছন্ন কর্মসূচি চলমান থাকুক এটাই প্রত্যাশা।

কুয়াকাটা রিজিয়ন টুরিস্ট পুলিশের পুলিশ সুপার মোঃ আনসার উদ্দীন বলেন, পরিচ্ছন্ন দিবস উপলক্ষে একদিন কাজ করলে হবে না, সকল স্টেক হোল্ডারদের কাদে কাদ মিলিয়ে এক যোগে কাজ করতে হবে। তাহলেই আমাদের এই পরিবেশ সৈকতে পরিবেশ ধরে রাখতে পারবো।

জাগো নারীর প্রকল্প ব্যবস্থাপক মোঃ মনিরুজ্জামান বলেন, দেশের বিভিন্ন স্থান থেকে কুয়াকাটায় পর্যটকরা ঘুরতে আসেন, তাই এই বীচটাকে সুন্দার ও ক্লিন রাখার বিকল্প নেই। সৈকতে বিভিন্ন প্রকার পলিথিন, জুসের বোটল, চিপস এর প্যাক ইত্যাতি আমরা অপসরন করছি। এই কাজ শুধু আন্তর্জাতিক পরিচ্ছন্নতা দিবস উপলক্ষে আজকেই শেষ নয় এই অব্যাহত থাকবে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন