ডার্ক মোড
Tuesday, 02 July 2024
ePaper   
Logo
সোনাইমুড়ীতে মাদক ব্যবসায়ীর হামলায় সাংবাদিক আহত

সোনাইমুড়ীতে মাদক ব্যবসায়ীর হামলায় সাংবাদিক আহত

নোয়াখালী প্রতিনিধি

সোনাইমুড়ী থানা এলাকার ৬নং নাটেশ্বর ইউপি’র মির্জানগর মন্ত্রীর পোলের গোড়া এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী হারুনের নেতৃত্বে আনোয়ার, রাতুল, রিজাম, রফিক, সুজনদের অতর্কিত হামলায় দৈনিক মুক্ত খবর, ভোরের চেতনা পত্রিকার স্টাফ রিপোর্টার নজরুল ইসলাম এরশাদ ও তার শ্যালিকা গুরুতর আহত হয়েছেন।

এ সময় হামলাকারীরা সাংবাদিক নজরুলের ক্যামেরা, নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায় ও শ্লীলতাহানি ঘটায়। থানা পুলিশ ও স্থানীয়রা উদ্ধার করে আহত সাংবাদিককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করে। স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে পেশাগত দায়িত্ব ও নাটেশ্বর দিঘিরজান এলাকায় মাদ্রাসা ছাত্র মান্নানের অপমৃত্যুর বিষয়ে অনুসন্ধান শেষে ওই এলাকায় শ্বশুরবাড়িতে যান।

দুপুরে খাওয়া-দাওয়া শেষে পারিবারিক কাজের প্রয়োজনে শ্বশুরের কাছ থেকে ২ লাখ ৭৫ হাজার টাকা নিয়ে সাংবাদিক নজরুল মোটরসাইকেলযোগে তার শ্যালিকাকে নিয়ে নিজ বাড়িতে রওনা করে সাবেক মন্ত্রী বরকত উল্যা বুলুর বাড়ির দক্ষিণে পোলের গোড়ায় পৌঁছলে নাটেশ্বর ইউপি এলাকায় মাদক সংক্রান্তে আগে সংবাদ প্রকাশের আক্রোশে স্থানীয় চিহ্নিত মাদক ব্যবসায়ী সফি উল্যাহ সর্বহারার পুত্র হারুন (৫০), হাফেজ আহম্মদের পুত্র আনোয়ার (২৮), হারুনের পুত্র রাতুল (২২), রিজান (১৯), সামছুল হকের পুত্র রফিক (৩৫), সুজন (৩০)সহ ৮-১০ জন মিলে সাংবাদিক নজরুলের মোটরসাইকেলের গতি রোধ করে এসএস পাইপ দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে নজরুলের শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম করে ও গলা টিপে হত্যার চেষ্টা চালায়।

এ সময় হামলাকারীরা সাংবাদিক নজরুলের ক্যামেরা, সঙ্গে থাকা টাকা ও তার শ্যালিকার গলার চেইন ছিনতাই সহ শ্লীলতাহানির ঘটনা ঘটায়। এ সময় সাংবাদিক নজরুল ৯৯৯ এ কল করলে সোনাইমুড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিক মুহূর্তে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি ও ভিকটিম সাংবাদিক নজরুলের পক্ষে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তক্রমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন