
সেবামূলক কার্যক্রমের মাধ্যমে প্রশংসায় ভাসছেন রাজশাহী পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন
নিজস্ব প্রতিবেদক
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন গত 01/01/2024 খ্রিস্টাব্দে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, রাজশাহীতে যোগদান করেন।
যোগদানের পর থেকে তিনি আরএমপি'র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনস্, ফোর্স, মিডিয়া, এস্টেট অ্যান্ড ডেভলপমেন্ট এবং ভিকটিম সাপোর্ট সেন্টারের মতো গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এর পাশাপাশি তিনি অতিরিক্ত দায়িত্ব হিসেবে রাজশাহী মহানগরীর ০৭ ও ০৯ নং ওয়ার্ডের কাউন্সিলরের দায়িত্ব পালন করছেন।
উক্ত দায়িত্ব পালনকালে তিনি উক্ত ওয়ার্ডের দাপ্তরিক কার্যক্রম যেমন জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন এবং ওয়ারিশান সার্টিফিকেট প্রদানের পাশাপাশি মাঠ পর্যায়ে টিসিবি পণ্য প্রদানের সময় তদারকি, টিকাদান ও ভিটামিন 'এ' ক্যাপসুল ক্যাম্পেইনসহ বিভিন্ন সামাজিক কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
এছাড়াও কিশোর গ্যাং ও সামাজিক অপরাধ প্রতিরোধে তিনি পুলিশ কমিশনার জনাব আবু সুফিয়ান মহোদয়ের নির্দেশনায় বিভিন্ন সময়ে স্কুল- কলেজের ছাত্রছাত্রীদের সাথে 'স্কুল ভিজিটিং কর্মসূচির' মাধ্যমে মতবিনিময় সভা করেন ।
পুলিশের প্রতি জনমনে আস্থা ফিরিয়ে আনতে তিনি নিয়মিত ভিত্তিতে উঠান বৈঠক, বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং এর মতো জনসংযোগমূলক কার্যক্রম করেন।
এর ধারাবাহিকতায় তিনি ১৮ মে ,২০২৫ রাজশাহীমহানগরীর ০৭ নং ওয়ার্ডের ব্যবস্থাপনায় টি-বাধে পরিচ্ছন্নতা কার্যক্রম তিনি সরেজমিনে পরিদর্শন করেন এবং পরিচ্ছন্নকর্মীসহ ওয়ার্ডের অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দকে বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন।
এই সময় তিনি স্থানীয় এলাকাবাসীর সাথে মতবিনিময় করেন এবং তাদের সুবিধা-অসুবিধার কথা মনোযোগ সহকারে শোনেন এবং তিনি তাদের বিভন্ন সমস্যা সমাধানে পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
সেই সাথে আইন প্রয়োগসহ যে কোন বিষয়ে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন। এ সময় স্থানীয় লোকজন একজন সৎ ও কর্মনিষ্ঠ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে তাদের ওয়ার্ড কাউন্সিলর হিসেবে পাশে পেয়ে গর্ব বোধ করেন এবং তার প্রশংসা করেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন