ডার্ক মোড
Wednesday, 19 March 2025
ePaper   
Logo
সুন্দরবনে মৃত হরিণ, মাংস ও ফাঁদ উদ্ধার

সুন্দরবনে মৃত হরিণ, মাংস ও ফাঁদ উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি

সুন্দরবনে অভিযান চালিয়ে ১টি মৃত হরিণ, ১৬ কেজি হরিণের মাংস ও ৫শত ফুট হরিণ শিকারের ফাঁদ উদ্ধার করেছেন সাতক্ষীরা রেঞ্জের কদমতলা বনস্টেশন অফিসের সদস্যরা। সোমবার বনবিভাগের কর্মকর্তারা জানান, গত রোববার সকাল সাড়ে ৯টার দিকে কদমতলা বনস্টেশন অফিসার (এসও) সুলাইমানের নেতৃত্বে বনকর্মীরা গহিন সুন্দরবনের হাতিভাঙ্গা নদী সংলগ্ন আড়ের দুনি খাল এলাকায় অভিযান চালিয়ে ওই মালামাল উদ্ধার করে। এসময় বনকর্মীদের উপস্থিতি টের পেয়ে শিকারীরা সুন্দরবনে পালিয়ে যায়।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মোঃ মশিউর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদ পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে তৎপরতা চালিয়ে মৃত হরিণ, হরিণের মাংস ও ফাঁদ উদ্ধার করতে সক্ষম হলেও শিকারীদের আটক করা যায়নি। এঘটনায় বন আইনে মামলা হয়েছে। শিকারীদের চিহ্নিতপূর্বক আটকের চেষ্টা অব্যাহত আছে। জব্দকৃত মাংস সাতক্ষীরা আদালতে প্রেরণ করা হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন