ডার্ক মোড
Thursday, 02 May 2024
ePaper   
Logo
সুনামগঞ্জ দেখার হাওরে ধান কাটলেন কৃষমন্ত্রী

সুনামগঞ্জ দেখার হাওরে ধান কাটলেন কৃষমন্ত্রী

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জে সদর উপজেলার দেখার হাওড়ে কম্বাইন্ড হারবেস্টার মাধ্যমে ধান কেটে ধান কাটার উদ্বোধন করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুস শহীদ।

শুক্রবার (১৯ এপ্রিল) বেলা ১১টায় সুনামগঞ্জ সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের পাশে দেখার হাওড়ে এই ধান কাটার উদ্বোধন করেন তিনি। প্রধান অতিথি বক্তব্য তিনি বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার।

জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ খাদ্য স্বয়ংপূর্ণ। সরকার ভূর্তুকির মাধ্যমে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করছে। আমাদের পর্যাপ্ত পরিমাণ কম্বাইন্ড হারবেস্টার মেশিন কৃষকদের মাঝে বিতরণ করছি।

ধান কাটার মেশিনের কোন সংকট হবে না। সার, বীজ বিনামূল্যে বিতরণ করছি।কৃষকের স্বার্থ রক্ষা করে সরকারিভাবে ধানের ধানের দাম নির্ধারণ করা হবে।

যদি কেঊ সিন্ডিকেট করে ধানের দাম কমিয়ে দেয় তাদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নেওয়া হবে। মন্ত্রী কৃষকদের কাছে কম্বাইন্ড হারভেস্টারের চাবি তুলে দিয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে যোগদান করেন।

জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী সভাপতিত্ব করেন উপস্থিত মোহাম্মদ এহসান শাহ, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, সুনামগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান খায়রুল হুদা চপল,জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক বিমল চন্দ্র সোম।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন