ডার্ক মোড
Monday, 06 May 2024
ePaper   
Logo
সিরাজদিখানে সর্বজনীন পেনশন স্কিমের নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন

সিরাজদিখানে সর্বজনীন পেনশন স্কিমের নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

মুন্সীগঞ্জ সিরাজদিখানে উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার বাস্তবায়নে সর্বজনীন পেনশন স্কিমের নিবন্ধন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।

সুখে ভরবে আগামীর দিন, পেনশন হবে সার্বজনীন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ২৪ এপ্রিল বুধবার প্রধান অতিথি হিসেবে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মহিউদ্দিন আহমেদ। বৈষম্যহীন সামাজিক কাঠামোয় সকল নাগরিকের বিশেষ করে বয়স্ক জনগোষ্ঠীর আর্থিক সুরক্ষা নিশ্চিতকরণে উপজেলার ১৪টি ইউনিয়নের উপজেলা প্রশাসনের আয়োজনে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

চার ক্যাটাগরিতে এই কার্যক্রমের আওতায় আসবেন প্রবাসী বাংলাদেশি, বেসরকারি চাকরিজীবী, স্বকর্ম ও অপ্রাতিষ্ঠানিক কর্মী এবং স্বল্প আয়ের ব্যক্তিরা। এই কার্যক্রমের আওতায় আসতে পেরে খুশি উপকারভোগীরা।

তারা বলছেন, বৃদ্ধ বয়সে আর কাজ করার সক্ষমতা থাকে না। ফলে অনেক চিন্তা করতে হয়। সরকারি পেনশন স্কিমের ফলে শেষ বয়সে সরকারি ভাবে পেনশন পাবেন যা এটা অত্যন্ত আনন্দের তাদের জন্য।

প্রধান অতিথির বক্তব্যে মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য আলহাজ¦ মহিউদ্দিন আহমেদ বলেন, প্রধানমন্ত্রী অত্যন্ত প্রজ্ঞাবান। এই পেনশন স্কিম চালু করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এই পেনশন স্কিমের মাধ্যমে সাধারণ মানুষের ভাগ্যোন্নয়ন ঘটবে বলেও মন্তব্য করেন এমপি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহম্মেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাঈনূল হাসান নাহিদ,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার তুহিন, সিরাজদিখান উপজেলা সহকারী কমিমনার (ভূমি) উম্মে হাবিবা পারজানা, সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সভাপতি সুব্রত দাস রনক, বালুচর ইউপি চেয়ারম্যান মোঃ আওলাদ হোসেন,ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্য সহ স্থানীয় সাংবাদিক ও সুধীসমাজ।

পরবর্তীতে সর্বজনীন স্কিমের নিবন্ধন সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে উপজেলা পরিষদ সভাকক্ষে জন অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন