ডার্ক মোড
Monday, 29 April 2024
ePaper   
Logo
সিরাজগঞ্জে নিখোঁজের এক দিন পর গোহলা নদীতে কৃষকে লাশ উদ্ধার

সিরাজগঞ্জে নিখোঁজের এক দিন পর গোহলা নদীতে কৃষকে লাশ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মোহনপুর ইউনিয়নের গোহাল নদীতে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার করেছে মডেল থানার পুলিশ। গত রোববার সন্ধা রাতে সাইদুর রহমান(৩৮) নামের এক কৃষককে অপহরণ করে দেড় লক্ষ টাকা মুক্তিপন দাবী করেন অপহরণকারীরা।

মুক্তিপণের টাকা দিতে না পারায় খুন দরিদ্র কৃষক ছাইদুর রহমানকে। ছাইদুর রহমান উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের বলতৈল গ্রামের ইদ্রিস আলীর ছেলে। উল্লাপাড়া মডেল থানা পুলিশ গত সোমবার সকালে গুনাইগাঁতী গ্রামের পাশের নদী থেকে ছাইদুর রহমানের ভাসমান লাশ উদ্ধার করেছে। গত ২৪ সেপ্টেম্বর সন্ধ্যায় ছাইদুর রহমান অপহৃত হন।

উল্লাপাড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) এনামুল হক ছাইদুরের পরিবারের উদ্ধৃতি জানান, ২৪ সেপ্টেম্বর ছাইদুর সন্ধ্যার আগে বাড়ি থেকে বের হয়ে যান। এরপর তিনি আর ফিরে আসেননি। ২৫ সেপ্টেম্বর ছাইদুরের কাছে থাকা মোবাইল ফোন দিয়ে তার (ছাইদুর) পরিবারের মোবাইল ফোনে তাকে মুক্তির জন্য অপহরনকারীরা দেড় লাখ টাকা দাবি করে।

একাধিকবার এই টাকার দাবিতে মোবাইল করে অপহরণকারীরা। কিন্তু ছাইদুরের পরিবারের পক্ষে এই টাকা প্রদান সম্ভব নয় বলে জানানো হয়। পরে গত সোমবার সকালে স্থানীয় লোকজন গুনাইগাঁতী গ্রামের পাশের নদীতে ছাইদুরের ভাসমান লাশ দেখতে পেয়ে উল্লাপাড়া মডেল থানায় খবর দেন। পুলিশ নদী থেকে লাশটি উদ্ধার করেছে। ছাইদুরের মাথায় আঘাতের চিহ্ন আছে। পুলিশের ধারনা ছাইদুরকে মাথায় আঘাত করে হত্যার পর অপহরনকারীরা নদীতে লাশটি ফেলে দিয়ে চলে যায়।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো,নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করার পর জানান, পুলিশ ইতোমধ্যেই মোবাইল ফোনের সূত্রধরে খুনিদের সনাক্ত এবং তাদেরকে ধরার প্রচেষ্টা শুরু করেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন