
সিংড়ায় থ্যালাসেমিয়া প্রতিরোধে সচেতনতামূলক সভা
সিংড়া (নাটোর) প্রতিনিধি
থ্যালাসেমিয়া বিষয়ে সচেতনতা বাড়াতে নাটোরের সিংড়া উপজেলায় বাংলাদেশ থ্যালাসিমিয়া ফাউন্ডেশনের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুর ১২টায় সিংড়া উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই সভায় থ্যালাসেমিয়া রোগ প্রতিরোধ, নির্ণয় এবং করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম।
অনুষ্ঠান উপস্থাপনা করেন থ্যালাসেমিয়া ফাউন্ডেশন হাসপাতালের চীফ মেডিকেল অফিসার ডা. সাজিয়া ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আলী আশরাফ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল লতিফ মিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু দাউদ, সিংড়া প্রেস ক্লাবের সভাপতি মোল্লা মো. এমরান আলী রানাসহ স্বাস্থ্যকর্মী ও শিক্ষার্থীরা।
সভায় বক্তারা বলেন, থ্যালাসেমিয়া একটি বংশগত রক্তের রোগ, যা নির্ণয়ের জন্য হিমোগ্লোবিন ইলেকট্রোফরেসিস পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ পরীক্ষা করে জানা যায় কেউ থ্যালাসেমিয়ার বাহক কি না। এই রোগের বাহক হলে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে এ রোগ থেকে রক্ষা করা সম্ভব।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন