ডার্ক মোড
Saturday, 26 July 2025
ePaper   
Logo
কাঠালিয়ায় বীমাকর্মীকে কুপিয়ে জখম

কাঠালিয়ায় বীমাকর্মীকে কুপিয়ে জখম


কাঠালিয়া (ঝালকাঠি) সংবদদাতা


ঝালকাঠির কাঠালিয়ায় বীমা কর্মী মো. আবদুল খালেক মোল্লাকে কুপিয়ে তার ডান পায়ের রগ কেটে দিয়েছে দূর্বৃত্তরা। গত মঙ্গলবার (২২ জুলাই) দিবাগত রাত তিনটার দিকে কচুয়া গ্রামের মোল্লা বাড়ীতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত আবদুল খালেক মোল্লা (৪৪) কে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (আমুয়া) ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে প্রেরণ করা হয়।
স্বজন ও পুলিশ সুত্রে জানাগেছে, উপজেলার কচুয়া গ্রামের মো.আবদুল খালেক মোল্লা ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের কাঠালিয়া অফিসের ফিল্ড অফিসার পদে চাকুরি করেন। প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাতে খাবার খেয়ে স্ত্রী ও সন্তান নিয়ে ঘুমিয়ে পড়ে। রাত ৩টার দিকে ঘরের পশ্চিম পাশর্^  দিয়ে সিদ কেটে ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় আবদুল খালেকের ডান পায়ের রগ কেটে দেয় দূর্বৃত্তরা। ডাক চিৎকারে ঘরের এবং বাড়ীর লোকজন এগিয়ে এলে দূর্বৃত্তরা পালিয়ে যায়। স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (আমুয়া) ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান,আহতের স্ত্রী জেসমিন বেগম।
থানার অফিসার ইনচার্জ মং চেনলা জানান, এ ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি।  

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন