ডার্ক মোড
Sunday, 05 May 2024
ePaper   
Logo
সান্তাহারে সড়ক দুর্ঘটনায় আহত রবিনের মৃত্যু

সান্তাহারে সড়ক দুর্ঘটনায় আহত রবিনের মৃত্যু

আদমদিঘী (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার আদমদীঘির সান্তাহারে সড়ক দুর্ঘটনায় আহত যুবক রবিন হোসেন বৃহস্পতিবার রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করে।

আজ শুক্রবার বাদ জুমা মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থান দাফন সম্পন্ন হয়েছে।

রবিন হোসেন (২০) আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের উপর পোঁওতা গ্রামের বাবুর ছেলে।

গত সোমবার সন্ধ্যার সময় বগুড়া-নওগাঁ বাই পাস আঞ্চলিক সড়কের আদমদীঘি উপজেলার বড়ো আখিড়া গ্রামের মোড়ে শাহ ফতেহ আলী নামক বাসের ধাক্কায় আহত হয়েছিলো রবিন।

পুলিশ ও স্থানিয়রা জানায়, গত ১৬ জানুয়ারি বিকেলে সান্তাহার পৌর শহরের উপর পোঁওতা গ্রামে ওয়াজ মাহফিলের প্রচার শেষে বাড়ি ফেরার পথে বড়ো আখিড়া এলাকায় ঢাকাগামী বাসের সাথে চার্জার ভ্যানের মুখোমুখী সংঘর্ষে ৬ জন গুরুতর আহত হয়।

স্থানিয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। ৩ দিন পর গতকাল বৃহস্পতিবার রাতে বগুড়া শহীদ জিয়াউররহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিনের মৃত্যু হয়। তিনি ওয়াজ মাহফিলের প্রচারণার কাজে নিয়োজিত চার্জার ভ্যানেই ছিলেন।

সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক রকিব হোসেন বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনী প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন