সাতক্ষীরায় সরকার পাড়ায় চাঁদাবাজি করার অভিযোগে অস্ত্রসহ তিনজন আটক
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা পৌরসভার কাটিয়া সরকারপাড়ায় চাঁদাবাজি করার অভিযোগে অস্ত্রসহ তিনজনকে আটক করেছে যৌথবাহিনী। শনিবার রাত সাড়ে আটটার দিকে এ আটকের ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন-পৌরসভার রাজারবাগান উত্তরপাড়া এলাকার রেজাউল ইসলাম খোকন (৪৫),মোহাম্মদ আলী (৪০) ও সাইফুল ইসলাম (৪৬)।
কাটিয়া সরকারপাড়া এলাকার ভাড়াটে বাসিন্দা আব্দুল অহিদ সরদার জানান, আটক ব্যক্তিরা আমার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে।
চাঁদা দিতে অস্বীকার করায় আমাকে ধরে সাইফুলের দোকানে নিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে কাছে থাকা ২ হাজার টাকা ছিনিয়ে নেয়। এসময় তারা মাথায় পিস্তল ঠেকিয়ে বাকী টাকা অনতিবিলম্বে না দিলে হত্যার হুমকি দেয়। উপায়ন্তর না পেয়ে সেনাবাহিনীর কাছে অভিযোগ করি।
সাতক্ষীরা সদর থানার ওসি রফিকুল ইসলাম জানান, যৌথ বাহিনীর অভিযানে মোহাম্মদ আলী, চাঁদার টাকাসহ রেজাউল ইসলাম খোকন ও একটি ওয়ান শ্যুটারগানসহ সাইফুল ইসলামকে আটক করা হয়েছে।এঘটনায় ভুক্তভোগী অহিদ সরদার বাদি হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।