ডার্ক মোড
Saturday, 26 July 2025
ePaper   
Logo
সাতক্ষীরায় যুবদলনেতা হত্যা মামলায় ২  আইনজীবীকে জেলহাজতে প্রেরণ

সাতক্ষীরায় যুবদলনেতা হত্যা মামলায় ২ আইনজীবীকে জেলহাজতে প্রেরণ

 
শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা 
 
সাতক্ষীরায় যুবদল নেতাকে হত্যা  মামলার আসামি দুই আইনজীবীকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছে আদালত।
বুধবার সকালে সাতক্ষীরা সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম উক্ত আসামীদের জেল হাজতে প্রেরনের আদেশ দেন। আসামীরা হলেন, আওয়ামীলীগনেতা সাবেক অতিরিক্ত পিপি শেখ নিজামউদ্দিন, আওয়ামীলীগনেতা সাবেক অতিরিক্ত পিপি ওয়াহিদুজ্জামান। ঘটনা সুত্রে জানা যায়, ২০১৪ সালে সাতক্ষীরা শহরের পুরাতন সাতক্ষীরা এলাকার বাসিন্দা যুবদলনেতা মো. আবিদ হাসানকে নিজ বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর নেতৃত্বে  শ্যামনগরে নিয়ে হত্যা করে। এঘটনায় নিহত যুবদলনেতার চাচাতো ভাই মোনায়েম হোসেন ভাই হত্যার বিচার চেয়ে সাতক্ষীরা  আদালতে ৩৮ জনের নাম উল্লেখপূর্বক ও ১২ জনকে অজ্ঞাতনামা উল্লেখ করে 
মামলা দায়ের করে। এই মামলায় কারাগারে পাঠানো দুই আইনজীবীসহ আসামীরা উচ্চ আদালত থেকে জামিন নেয়। কিন্তু আজ নিম্ম আদালতে আসামীদের মধ্যে, আওয়ামীলীগনেতা সাবেক অতিরিক্ত পিপি শেখ নিজামউদ্দিন, আওয়ামীলীগনেতা সাবেক অতিরিক্ত পিপি ওয়াহিদুজ্জামান হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন