সাতক্ষীরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক দুই নেতা আটক
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তানভির হুসাইন সুজন ও সাধারণ সম্পাদক এহসানুল হাবিব অয়নকে আটক করা হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা শহরের বাইপাস সড়কের বকচরা মোড়ের ইসমাইল মিষ্টি হাউস নামের একটি প্রতিষ্ঠান থেকে তাদেরকে আটক করা হয়।
আটক তানভীর হোসাইন সুজন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এবং শেখ এহসান হাবিব অয়ন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা বাজারের হাফিজুর রহমান হত্যা মামলায় তাদের আটক করা হয়েছে। মামলার নম্বর ৫০ (৯) ২০২৪।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন