সাংবাদিক দীপক কুমার আচার্যকে রহস্যজনক ট্রাক চাপার ঘটনায় ডিইউজের উদ্বেগ
নিজস্ব প্রতিবেদক
ইউনিয়নের সদস্য, দি সাউথ এশিয়ান টাইমস পত্রিকার সম্পাদক ও প্রকাশক দীপক কুমার আচার্যকে রহস্যজনক ট্রাক চাপা দেয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।
আজ মঙ্গলবার (২ জানুয়ারি ২০২৪) ডিইউজের সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন এক বিবৃতিতে অবিলম্বে ট্রাক চাপা দেয়ার চেষ্টায় জড়িতদের খুঁজে বের করার দাবি জানান।
নেতৃবৃন্দ বলেন, একজন সাংবাদিকের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি ব্যক্তি, পারিবারিক ও সামাজিক জীবনে নিরাপত্তা অনিবার্য। পেশাগত দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে রহস্যজনকভাবে ট্রাক চাপার চেষ্টা প্রকারান্তরে হত্যা চেষ্টার সামিল।
ট্রাক চাপা দেয়ার চেষ্টার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নেতৃবৃন্দ আরো বলেন, অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে। অতীতের সাংবাদিক নিবর্তনমূলক ঘটনার মতো আরো কোনো নেতিবাচক দৃষ্টান্ত সাংবাদিক সমাজ মেনে নেবে না।
উল্লেখ্য, গত রোববার রাত সাড়ে ১১টায় অফিস থেকে বাসায় ফেরার পথে মিরপুর-২ নম্বর সিগন্যালের কাছে একটি অজ্ঞাতনামা ট্রাক দীপক কুমার আচার্যকে বহনকারী প্রাইভেটকারকে চাপা দেয়। চাপা দেয়ার পর ট্রাকটি দ্রæত পালিয়ে যায়।
এ ঘটনায় গাড়ির ডানদিকের অংশ দুমড়ে যায়। ভাগ্যক্রমে জীবনে বেঁচে গেলেও আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন তিনি। ঘটনাটি নিছক দুর্ঘটনা নয়, রহস্যজনক বলে তিনি মনে করেন। ঘটনার পর দীপক কুমার আচার্য মিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরী দায়ের করেন যার নং-৮১ ।