সাংবাদিক মুজিবুর রহমান চৌধুরীর মৃত্যুতে ডিইউজে'র শোক
নিজস্ব প্রতিবেদক
ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সদস্য মুজিবুর রহমান চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ডিইউজের সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন।
বৃহস্পতিবার (২২ আগস্ট) এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান নেতৃবৃন্দ।
উল্লেখ্য ,আজ বৃহস্পতিবার ভোর ৪টায় বারডেম হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মুজিবুর রহমান চৌধুরী। তিনি ডেঙ্গু ও কিডনি সংক্রান্ত জটিল রোগে ভুগছিলেন। তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। তিনি স্ত্রী, এক ছেলে এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় সিনিয়র সাব-এডিটর হিসেবে কাজ করেছেন।
বৃহষ্পতিবার দুপুর ১টায় নিজ কর্মস্থল বাংলাদেশ প্রতিদিনের সামনে জানাজা, পরে মানিক নগরে বাদ আসর দ্বিতীয় জানাজা শেষে তাকে মুগদা এলাকায় দাফন করা হয়।