ডার্ক মোড
Saturday, 19 April 2025
ePaper   
Logo
সচিব পদে তিন কর্মকর্তার পদোন্নতি, প্রধান উপদেষ্টার কার্যালয়ে সাইফুল্লাহ পান্না

সচিব পদে তিন কর্মকর্তার পদোন্নতি, প্রধান উপদেষ্টার কার্যালয়ে সাইফুল্লাহ পান্না

নিজস্ব প্রতিবেদক

পদোন্নতি পেয়ে সচিব হয়েছেন তিন অতিরিক্ত সচিব। এদের মধ্যে একজন ছিলেন বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি)।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) অন্তর্বর্তীকালীন সরকার তিন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে পদায়ন করেছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন ভূমি আপিল বোর্ডের সদস্য (অতিরিক্ত সচিব) মো. সাইফুল্লাহ পান্না, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসরীন জাহান ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হাফিজুর রহমান।

মো. সাইফুল্লাহ পান্নাকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব করা হয়েছে। নাসরীন জাহানকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে। এছাড়া মো. হাফিজুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব (সংযুক্ত) করা হয়েছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন